আমাদের কথা খুঁজে নিন

   

কতটা পথ পেরুলে তবে...



প্রথম লেখা (মাথার উপরে নিয়ম কানুনের ছড়ি ঘুরিয়ে এই ব্লগ কর্তৃপক্ষ যা আদায় করে নেন) দেয়ার পর বেশ কিছুদিন প্রতীক্ষায় ছিলাম, কিছুটা কৌতুহল, আর কিছুটা প্রত্যাশা নিয়ে... এ যেনো খানিকটা ভর্তি পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষার সাথে তুল্য। যাহোক, দু তিন দিন প্রতীক্ষার পরে বুঝলাম, একটি লেখা দিয়ে ভবি (এস্হলে মডারেটর) ভুলবার নয়। সুতরাং দিলাম আরেকটি লেখা। তবে কিনা লেখাটার মধ্যে কিঞ্চিত ভেজাল ছিলো। পুরোনো এবং অপর একটি ব্লগে প্রকাশিত লেখাটার সাথে কিঞ্চিত যোজন বিয়োজন করে দিয়েছিলাম। দু'দিন পরে ভাবলাম, নাহ, একটা মৌলিক লেখাই দেই। হাঁচড়ে পাচড়ে তা'ও দিলাম। সপ্তাহ পেরিয়েছে চার দিন হলো, আজো ব্লগারদের সভায় ব্রাত্য হয়েই রইলাম, দোর পেরিয়ে ভেতরে আসন পাতার সৌভাগ্য হলনা। মডারেটর, তাই প্রশ্ন করতে ইচ্ছে করে, কতটা পথ পেরুলে তবে...


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.