আমাদের কথা খুঁজে নিন

   

৭১'এ শুরু হয়েছিল স্বাধীন রাষ্ট্রকে নতুন করে স্বাধীন করার এক অদ্ভুত নাটক

<<মধ্যরাতের হাইওয়ে>>

কি ? অবাক হলেন? অবাক হওয়ারই কথা। । আমিও হয়েছি। । তবে খুব একটা না।

। যেমনটা সাহারার মুখে আইন-শৃঙ্খলার প্রতিনিয়ত উন্নতির কথা শুনে হই না। । রাজাকারদের চরিত্র যে কোনদিনও পরিবর্তন হবার নয়। ।

গতকাল একটি পোস্ট দিয়েছিলাম। জামাতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদের একটি কথার প্রতিবাদ করে। বলেছিল, হাড্ডি তালাশ করে যুদ্ধাপরাধের বিচার সম্ভব নয় এই পোস্টটি আমি "সোনা" ব্লগেও দিয়ে দিই। জানতাম আমার লেখার প্রতিবাদ হবেই। হয়েছেও তাই।

সমস্যা সেটা না। সমস্যা হল, সেখানকার একজন কমেন্টদাতা আমাকে নতুনভাবে ইতিহাস শিক্ষা দিয়েছেন। স্বাধীনতার ইতিহাস ! সেই কমেন্টের কিয়দাংশ তুলে ধরলাম। "................৭১ এ ধর্ষণকারী অধিকাংশই মানুষ ছিল না, আওয়ামীলীগ অথবা পাকি ছিল। এর মধ্যে পাকির চেয়ে আওয়ামীলীগই বেশি ছিল, যার প্রমাণ আওয়ামীলীগৈর বর্তমান কর্মকান্ড।

আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা বিরোধীদের মধ্যে যুদ্ধাপরাধ তথা হত্যা, খুন,লুটপাট-অগ্নিসংযোগও ধর্ষণের মত অপরাধ করা লোক খুঁজে পাওয়া কঠিন হবে , কারন সমাজের ধার্মিক ও উন্নত চরিত্রবান কিছু লোক বিশেষ চিন্তা থেকে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা বিরোধীতা করেছিলেন। সমাজে এখন যারা জামাত করে তারা হত্যা, খুন,লুটপাট-অগ্নিসংযোগও ধর্ষণের ধারে কাছেও নেই । সমাজের ধার্মিক ও উন্নত চরিত্রবান লোকেরাই দেখছি জামাত করছে। আর শুনেছি তখনকার জামাতের রিক্রুটমেন্ট নাকি আরো ভালো ছিল" আর এক কমেন্টদাতা, একটা লিঙ্ক শেয়ার করলেন। যেটা থেকে তিনি বাংলাদেশের ইতিহাস জেনেছেন।

তো সেই লিঙ্কএ ঢুকে যা দেখলাম, তা আর বলতে চাচ্ছিনা। । শুধু এটুকুই বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে ইতিহাস এতদিন জেনে এসেছি, তাকে মিথ্যে করে দেয়ার প্রাণান্ত চেষ্টা। এই লিঙ্কে.... পরে মেইন পেজে গেলাম, সেই সাইটের। ......................................................................................... নিজ চোখেই দেখুন এই সাজ্জাদ হোসেনটা কে ? আপনারা কি জানেন কেউ?? এতবড় বেইমান , যে কিনা আমাদের স্বাধীনতাকেই অস্বীকার এবং অপ্রয়োজনীয় মনে করে !!!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।