আমাদের কথা খুঁজে নিন

   

নরক মনুষ্য

প্রতিটা মানুষেরই জীবনের কোনো না কোনো সময়ে একবারের জন্য হলেও পাখি হওয়ার ইচ্ছে জাগে। ‘পাখি যদি হতাম আমি, ঘুরতাম সারা বিশ্ব রে!’ -ছড়াকাররা এমন করে পাখি হওয়ার বাসনা প্রকাশ করেছেন। সে বাসনা ছড়িয়ে গেছে আমাদের প্রাণেও। পাখি হয়ে সারা বিশ্ব ঘুরে দেখার বাসনা থেকেই

কখনো যদি তুমি এই বুকে মাথা রাখো পাবে আমার হৃদয় পোড়ার গন্ধ। কখনো যদি আমার হাত দুটি ধরো টের পাবে আমার হাত মরুর মতো তপ্ত।

কখনো যদি আমার চোখে চোখ রাখো দেখতে পাবে চোখের ভেতরে এক বহ্নিশিখা জ্বলন্ত। কখনো যদি আমার মাথা বুকে চেপে ধরো তীরের মতো মাথা আমার তোমার বুকে করবে ক্ষত। কখনো যদি আমার ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে আসো দেখবে ঠোঁট আমার গোলাপের ডালের মতো কণ্টকিত। কখনো যদি আমার কণ্ঠ শোনো মনে হবে যেনো কাছেই কোথাও পড়লো বজ্র । কখনো যদি আমার নিঃশ্বাসের গতি দেখো মনে হবে তোমার বাতাস বইছে যেনো ঝড়ের মতো।

মনুষ্য এই আমার নারকীয় বিবর্তন সে তোমার দেয়া আঘাতের কারণে স্বাভাবিকে ফেরাতে পারে শুধু আমায় যদি রাঙিয়ে দাও প্রণয় চুম্বনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।