আমাদের কথা খুঁজে নিন

   

বৈধ বিলবোর্ডে ছেয়ে গেছে ঢাকা শহর

"War has rules, mud wrestling has rules.... politcis has no rules."

এতদিন বিভিন্ন ধরনের অবৈধ বিলবোর্ডে পরিপূর্ণ ছিল ঢাকা। আর এটা নিয়ে বিভিন্ন মহল থেকে বিভিন্ন ধরনের প্রতিবাদ করা হয়েছে। এ বিলবোর্ড গুলো যে কত টা বিপদজনক তা নিয়ে কোন সন্দেহের অবকাশ নেই। কিছুদিন আগে যোগাযোগ মন্ত্রী এসব বিলবোর্ড অপসারণের চেষ্টা করেছেন, কিন্তু পরে তা করতে পারেন নি, কোন বিশেষ কারনে। তখন মনে হয়ে ছিল যাক, লোকটা অন্তত চেষ্টা করল।

কিন্ত এখন দেখি সরকারের উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে পুরো ঢাকা। !!!!!!!!!! তবে তা শুধুই বিলবোর্ডে!! এটা যে নিঃসন্দেহে নির্বাচনী প্রচারনার অংশ তাতে কোন সন্দেহে নেই। এতে মানুষের মনে যে কি পরিমাণ বিরক্তির সৃষ্টি হবে তা মনে হয় নীতি নির্ধারকরা খেয়াল করে নাই। সরকার বুঝতে পারছে যে শুধু বিটিভি তে উন্নয়নের জোয়ার দেখিয়ে লাভ নাই, তাই হয়ত এ নতুন উদ্যোগ। দেখা যাক সামনে আরও কি কি চমক নিয়ে আওয়ামি লিগ আমাদের সামনে উপস্থিত হয়।

যেহেতু আমি আওয়ামি লিগ সাপোর্ট করি না, ব্যাপারটা এমন হতে পারে যে, এজন্য বিলবোর্ডে আওয়ামি লিগের বিজ্ঞাপন পছন্দ হয় নি। তবে আওয়ামি সাপরটার যদি ব্যাপারটা ব্যাখ্যা করতেন তা হলে মন্দ হত না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।