আমাদের কথা খুঁজে নিন

   

এলোমেলো...



ছোট্টবেলায় সাগরের বেলাভূমিতে হাঁটতে হাঁটতে ভেবেছি, কত বিশাল এ জলরাশি, আর এর উপস্থিতি শুধুমাত্র সকলের আনন্দ-উচ্ছ্বাসের জন্যই । বোটানিক্যাল গার্ডেন এর অনন্য বনানী, বৃক্ষরাজি শিক্ষাসফরের ফাঁকে সরল মনে ভাবিয়েছে এরা আছে কেবল ঠান্ডা হাওয়ার কোমল পরশ বুলানোর জন্যই । সময়ের সাথে বদলে গেছে সাগর-বনানী-মন-চোখ । কারো সুখের কারণে থোড়াই যায় আসে তীরে সশব্দে ঢেউ নিয়ে আছড়ে পড়া সাগরের । মুগ্ধ দৃষ্টি আর শান্তির আবেশের সশব্দ স্তুতি দীর্ঘ পল্লব বনে আনে না কোন পরিবর্তন । এলোমেলো চিন্তার ঝড় থেমে গেলে মুচকি হাসে সাগর-বনানী আর এ হৃদয় জীবনচক্র শেষে মিলিয়ে যায় অনন্য বৃক্ষরাজি প্রচন্ড ঢেউও থেমে যায় সাগরের একসময় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।