আমাদের কথা খুঁজে নিন

   

রমজান চলে যাচ্ছে ডায়রিতে পড়ে আছে কবিতাটি-----রোজা------


রোজা ফারুক হোসেন পানাহার করিলে ত্যাগ তোমার রোজা হবে না। যদি মনের ভিতর রাখো সদায় শয়তানের বন্দনা। আগে রিপু ছয় ধ্বংস করো তাহার পর রোজা করো ওই রোজা নষ্ট হবে না। ভোগ বিলাশে রোজা হয়না কম আহার কম বিলাশ করো সোনা ইফতার-সেহরি খানা শত রঙে সাজিও না। পেট ভরে খেয়ে খানা ওই রোজা দেখাইও না; রোজা দেখানোর কিছু না। যদি রোজা রাখতে চাও আগুনে হাত বাড়াও পুড়ে অঙ্গ হবে খাঁটি অবশেষে চমকাবে সোনা। ১৫ জুলাই ২০১৩ ৬ রমজান ১৪৩৪
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।