আমাদের কথা খুঁজে নিন

   

কোথায় গেল মোহামেডানের বোনাস?? আবাহনীর রফিক, আনামুলদের কাছে ১০উইকেটে হার সাকিব, তামিমের সাদাকালো দল।

স্বাধীন দেশে স্বাধীন ভাবে চলতে চাই.......

আবাহনীর সাথে আজকের ম্যাচে মোহামেডান জিতলেই বোনাস। এমনই ঘোষনা দিলেন মোহামেডানের চেয়ারম্যান। ঘোষনা দিতেই পারে, কারন মোহামেডান দলে আছে সাকিব, তামিম, খালেদ মাসুদ, পাকিস্থানের মোহাম্মদ ইউসুফ ও আজহার মাহমুদ,শামসুর রহমান, নাজিমউদ্দিন, নাফিস ইকবাল, ফয়সাল হোসেন, মুক্তার আলীর মত তারকা খেলোয়াড়রা। বিদেশি খেলোয়াড়ের কোটা বৃদ্ধি-সংক্রান্ত বিতর্কের কারণে আজকের ম্যাচটি নিয়ে অনিশ্চয়তা থাকলেও তা শেষ পর্যন্ত মাঠে গড়ায়। কিন্তু মোহামেডানের ব্যাটসম্যানদের অমার্জনীয় ব্যাটিং ব্যর্থতার কারণে একটি উত্তেজনাকর ও আকর্ষণীয় খেলা থেকে বঞ্চিত হন ক্রিকেটপ্রেমীরা।

প্রথমে ব্যাট করতে নেমে ২২ দশমিক ৪ ওভারে ৯৩ রানে অলআউট হয় মোহামেডান। তামিম ১২ ও নাজিমউদ্দিন ২৫ রানে করে দলকে মোটামুটি একটা সূচনা এনে দিলেও পরের ব্যাটসম্যানরা একেবারেই ডুবিয়ে দেন দলকে। শামসুর রহমান ও সাকিব আল হাসান শূন্য রানে আউট হন। খালেদ মাসুদ ২১ ও পাকিস্তানি রিক্রুট আজহার মাহমুদ ১৬ রান করে দলের মান কিছুটা বাঁচান। এ ছাড়া নাফিস ইকবাল, ফয়সাল হোসেন, মুক্তার আলী ব্যর্থ হন দারুণভাবে।

আবাহনীর পক্ষে আজ ভয়ংকর হয়ে ওঠেন আবুল হোসেন ও অভিজ্ঞ মো. রফিক। এই দুজন ভাগাভাগি করেন মোহামেডানের সাত ব্যাটসম্যানের উইকেট। বিনিময়ে মোহামেডানের ব্যাটসম্যানরা এই দুই বোলারের কাছ থেকে আদায় করেন মাত্র ৪৩ রান। আবুল হোসেন ২৮ রানে ৪টি ও রফিক ১৫ রানে ৩ উইকেট দখল করেন। জবাবে ব্যাট করতে নেমে আবাহনী মোহামেডানের বোলিংকে রীতিমতো উড়িয়ে দিয়েই তুলে নেয় জয়ের জন্য প্রয়োজনীয় রান।

এ জন্য তাদের খেলতে হয়েছে মাত্র ১৭ ওভার। আবাহনীর দুই উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস ৩৮ ও আনামুল ৫৭ রানে অপরাজিত থাকেন। প্রিমিয়ার ক্রিকেট লিগে মোহামেডানকে ১০ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে আবাহনী সূত্র : প্রথম আলো

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.