আমাদের কথা খুঁজে নিন

   

আরো কিছু পদচিহ্ন

ভেঙ্গে পড়ে সাবেকী বিশ্বাস,

আরো কিছু পদচিহ্ন -আবু মকসুদ অবসৃত বঙ্গদেশে মানুষের আকাল। প্রত্যেকেই নিজেকে দিচ্ছে ধিক্কার, অমূল্য আয়নাগুলো অনাদরে ফেলে রাখছে, একি মানুষের কর্ম? চিলেরা ছোবল মেরে নিয়ে যাচ্ছে চূড়ার স্বপ্ন, খাতা কলমের প্রচণ্ড অভাবে লেখা হচ্ছেনা কাঙ্খিত চিঠি। স্তরীভূত শীতের রাতে কাঠখড় পোড়ানোর কষ্ট, শুকনোপাতারা উড়ে উড়ে দূরে যাচ্ছে কোন ভ্রূক্ষেপ নেই। মঞ্চের সামিয়ানার নীচে মাইকের বালাই শুনতে শুনতে মনে হয় ওখানে মানুষ থাকতে পারতো, অনুভূতিতে আচ্ছন্ন মানুষ, যারা আরো কিছু পায়ের দাগ রেখে যাবে। বর্গিদের সাথে কাটে অসহিষ্ণু রাত।

গর্বিনী নদী ভিখারির ঋণভিক্ষায় ক্ষয় হতে থাকে। শরীরে দৈন্যের চিহ্ন, দক্ষিণা বীণায় বেজে উঠে অস্তিত্ব-সংকট। ভেসে আসা কাঠ আঁকড়ে ধরে পৌঁছানোর চেষ্টা, কাঠে লেগে থাকা মৃত্তিকার ছোঁয়ায় সেরে যাবে জীবনের চিরস্থায়ী ক্ষত, মানুষের উরু-সন্ধিমূলই গন্তব্য পথ। সম্মিলিত মানুষ এভাবেই জননীকে চাঁদের গল্প শুনায়। ক্ষুধার্থ মানুষের ঘুম ভেঙ্গে জেগে উঠে সম্ভ্রান্ত সময়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।