আমাদের কথা খুঁজে নিন

   

তুমি সুখী হও



তুমি সুখী হও আমির হামজা আমি পাহাড় সম্ কষ্ট বুকে চাপা দিয়ে- মনকে বানাবো হিমালয় যদি তুমি সুখী হও। আমি বৃষ্টি সম্ অশ্রু চোখে জমা করে - চোখকে বানাবো সমুদ্র রুপ জলাশয় যদি তুমি সুখী হও। আমি প্রভাতি আধার ছুয়ে পড়ন্ত বিকেলে - সূর্য্য দিবো বিদায় যা রুপ নেবে আমার ‍‌‍কষ্ট লেখা কবিতার যদি তুমি সুখী হও। আমি আকাশ সম্ নীলিমা মনে কবর দিয়ে- মন ভাসাবো বৃষ্টি হীন মেঘে তবু কষ্ট নামে কাঁদবো না যদি তুমি সুখী হও। চাঁদের চাঁদোয়া জড়িয়ে চাদর তলে মন ঢাকবো - জোঝনা ভরা আদরে হাজার কষ্ট থাকবে যাতে জড়িয়ে তবু বলবো না আমি কষ্টে আছি যদি তুমি সখী হও। প্রভাত খনে ফোটে যদি সাঁঝে যাই ঝড়ে যে টুকু গন্‌ধ পাবে মনে করো, তা দিবো উজার করে যদি তুমি সুখী হও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।