আমাদের কথা খুঁজে নিন

   

যদি----------------------------নীলাঞ্জনা নীলা

আনন্দবতী মেয়ে আমি হাওয়ায় উড়াই চুল,চোখের ভেতর ছলাৎ ছলাৎ মনের ভেতর নীল ঘাসফুল

এখন আমার কিচ্ছু চাইবার নেই । চেতনার শেকড়ে ইচ্ছেগুলো মুঠো বন্দী রুমাল, চোখের ওপরে মেঘের শাল গাঙচিল বৃষ্টি ঝড়ায় । এভাবেই কিছু দূরত্ব জন্ম নেয়, ছিঁড়ে যায় সূতো উষ্ণ নিঃসঙ্গতায়। তবুও ভাবনায় কড়া নাড়ায় সম্পর্কের লোভ যদি পেয়ে যাই তোমায় গুমোট হাওয়ায় উড়াবো সমাজ - সংস্কার । কবিতার শব্দমালা , রবির গান , এমনকি জীবনানন্দের বোধ সবকিছু ভালোবাসার নীতিতে করবে জীবনধারণ ।

যদিও ক্ষরণ হয় পলি মাটি অহর্নিশ যন্ত্রণায় নুয়ে যাওয়া যদি আবার সেই কিশোরী নূপুর সুর তোলে, তুমি কি আবার তাকে ছোঁবে তোমার লোমশ বুকে ? ভালোবাসা পাহাড় সমান দ্বিধা নয় , নয় বহতা নদীও । তবুও মাথা নামিয়ে মুঠো বন্দী রুমাল খুলি যদি কখনো তোমায় দিয়ে দাও। যদি কখনো , একটিবার ঠোঁটের জলে তৃষ্ণা মেটে আমি তোমার বেগুণী সন্ধ্যা হবো । ল্যুভেন - লা - ন্যুউভ , বেলজিয়াম । ২৯ - ১২ - ০৯ ইং ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।