আমাদের কথা খুঁজে নিন

   

কেমন যেনো বিবর্ণ হয়ে গেছে চারপাশের প্রিয় মানুষের মুখগুলো

------
ছুটির তিনটি দিন কাটালাম নেত্রকোনায় কোনো ধরনের ফাটাফাটি status ছাড়াই......কুয়াশা ঘুম কুয়াশা ঘুম কুয়াশা ঘুম কুয়াশা ঘুম কুয়াশা ঘুম কুয়াশা ঘুম। কেমন যেনো বিবর্ণ হয়ে গেছে চারপাশের প্রিয় মানুষের মুখ গুলো....বিবর্ণ হয়ে গেছে চিরচেনা প্রকৃতি। হিম শীতে কষ্ট পাচ্ছে গরীব মানুষ গুলো। সূর্যের আলোর দেখা পাওয়া যায়না। হাঁড় কাঁপানো এই শীতে শীর্তাত মানুষ গুলোর দিকে কেউ তাকিয়ে দেখেনা।

মনে পড়ে সুকান্ত ভট্টাচার্যের সেই কবিতা- হে সূর্য ! শীতের সূর্য ! হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায় আমরা থাকি, যেমন প্রতীক্ষা ক'রে থাকে কৃষকদের চঞ্চল চোখ, ধানকাটার রোমাঞ্চকর দিনগুলির জন্যে । হে সূর্য, তুমি তো জানো, আমাদের গরম কাপড়ের কত অভাব ! সারারাত খ্ড়কুটো জ্বালিয়ে, এক-টুকরো কাপড়ে কান ঢেকে, কত কষ্টে আমরা শীত আটকাই ! সকালের এক-টুকরো রোদ্দুর - এক-টুকরো সোনার চেয়েও মনে হয় দামী । ঘর ছেড়ে আমরা এদিক-ওদিক যাই - এক-টুকরো রোদ্দুরের তৃষ্ণায় । হে সূর্য ! তুমি আমাদের স্যাঁতসেঁতে ভিজে ঘরে উত্তাপ আর আলো দিও, আর উত্তাপ দিও, রাস্তার ধারের ঐ উলঙ্গ ছেলেটাকে । হে সূর্য ! তুমি আমাদের উত্তাপ দিও - শুনেছি, তুমি এক জ্বলন্ত অগ্নপিণ্ড, তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে একদিন হয়তো আমরা প্রত্যেকেই এক একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব ! তারপর সেই উত্তাপে যখন পুড়বে আমাদের জড়তা, তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারবো রাস্তার ধারের ঐ উলঙ্গ ছেলেটাকে ।

আজ কিন্তু আমরা তোমার আকৃপণ উত্তাপের প্রার্থী ॥
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.