আমাদের কথা খুঁজে নিন

   

ছবিব্লগ-সাকরাইন ২০১১। ঘুড়ি উড়ানো উৎসব ও ফায়ারওয়ার্কস প্লাস ফাও ভিডিও

ব্লগে অনিয়মিত।

মাঘ মাসের প্রথম দিন ঢাকার গেন্ডারিয়া, মীরহাজীরবাগ, ধোলাইখাল ও পোস্তগোলার আশেপাশের এলাকায় ঘুড়ি উড়ানো উৎসব হয়। একটাকে সাকরাইন উৎসব বলা হয় স্হানীয় ভাবে। মহা ধুমধামে পালিত হওয়া এই উৎসবের অন্যতম আকর্ষন নানারকম আতশবাজীর প্রদর্শন। এক বন্ধুর দাওয়াতে কাল বিকালে সেখানে গিয়েছিলাম।

সেখানে তোলা কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। ক্যামেরা মডেল Panasonic Lumix ZR1 ১> ছাদের পানির ট্যান্কির উপর উঠে ঘুড়ি উড়াচ্ছেন আমাদের ইমিডিয়েট প্রতিযোগী। ২> বাহারী ডিজাইনের এক ঘুড়ির সামনে পোজ। ৩> ম্যাডাম রা ও পিছিয়ে নেই এই উৎসবে ৪> বউ নিয়ে এসে ঘুড়ি উড়াচ্ছেন এক মুরুব্বি ৫> ঘুড়ি উড়াচ্ছেন একাকী একজন। ৬>মুক্ত আকাশে উড়ছে ঘুড়ি ৭> আকাশে উড়ছে ঘুড়ি, খুজে না পেলে চশমা লাগান ৮> এইবার না পাইলে ডাবল পাওয়ারের চশমা লাগান।

তারপর ও না পাইলে ডাক্তারের কাছে যান। ৯> অন্য অনেকে আক্রোশের শিকার হয়ে গাছের উপর বেওয়ারিশ হয়ে পইরা আছে। ১০> ফানুস বানানো হচ্ছে ১১> লাটাই হাতে আমি ১২> ঘুড়ি হাতে আমার একমাত্র কন্যা ১৩> উড়ে যাচ্ছে ফানুস ১৪> দৃশ্যমান সব ছাদেই ঘুড়ি উড়ানো প্রতিযোগী ১৫> মুখে কোরোসিন নিয়ে আগুনের হলকা বানানো ১৬> আবারো আগুনের হলকা ১৭> আগুন নিয়ে খেলা আগুন খেলার ভিডিও ১৮> সাঝের বেলায় জাষ্ট ফায়ারওয়ার্কস শুরু ১৯> ফায়ারওয়ার্কস-২ ২০> ফায়ারওয়ার্কস-৩ ২১> ফায়ারওয়ার্কস-৪ ২২> ফায়ারওয়ার্কস-৫ ২৩> ফায়ারওয়ার্কস-৬ ২৪> ফায়ারওয়ার্কস-৭ ২৫> উৎসব শেষে ঘুড়ি লাটাই সব পুড়িয়ে ফেলা হচ্ছে। ২৬> পুড়ে কংকাল হয়ে গেল সাধের ঘুড়ি লাটাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।