আমাদের কথা খুঁজে নিন

   

পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে শ্রীমঙ্গলে নারকেলের মূল্যবৃদ্ধি

আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি।

শনিবার হিন্দু ধর্মালম্বীদের পৌষ সংক্রান্তিকে সামনে রেখে শ্রীমঙ্গলের বাজারে নারকেলের দাম দ্বিগুন বেড়ে যাওয়ায় তা সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতার বাহিরে চলে গেছে। ফলে এবারের নবান্নে শ্রীমঙ্গলের গরীবের ঘরে নারকেল ছাড়াই পিঠা পার্বনের উৎসব চলছে। নিন্ম আয়ের এসব মানুষের জন্য এখন পৌষের পিঠা-চিড়া খাওয়া দুঃস্বাধ্যকর হয়ে পড়েছে। অথচ নবান্ন উৎসবের প্রধান আকর্ষণ হচ্ছে নারকেলের পিঠা।

কিন্তু নারকেলের দাম ধরাছোয়ার বাহিরে থাকায় এবারের নবান্নে অতিথিদের আপ্যায়ন নিয়ে ভেবে উঠেছেন অধিকাংশরা। শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা য়ায় প্রতি জোড়া নারকেল ৮০ টাকা থেকে ১২০ টাকা পর্যন্ত মূল্যে বিক্রি করা হচ্ছে। বাজারের ক্রেতারা জানান, ক’দিন আগেও প্রতি জোড়া নারকেলের মূল্য ছিল ছিল ৩৫ থেকে ৫০ টাকা পর্যন্ত। কিন্তু বর্তমানে তার মূল্য বৃদ্ধি পেয়ে প্রায় দ্বিগুণ ছাড়িয়ে যায়। এদিকে হঠাৎ করে বাজারে নারকেলের মূল্য বৃদ্ধি পাওয়াতে ক্রেতাশূণ্য সময় কাটাচ্ছেন শ্রীমঙ্গলের নারকেল ব্যবসায়িরা।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।