আমাদের কথা খুঁজে নিন

   

মধু তুই বড়ই নিস্পাপ

কামরুল হাসান

! অনেকে ভাবতে পারে এইটা আবার কি ? আসুন মুল কথায় আসি ৭/৮ মাস আগে আমার একটা কাহিনি বলি। আমরা ফ্ল্যাটে সবাই রান্না করছিলাম। কোন না কোন কারনে আমার এক ফ্ল্যাটমেট ওই পার্টির দাওয়াত থেকে বাতিল এর লিস্টে ছিল। তোখাও দওয়া শেষ সবাই বাড়ি যেয়ে ঘুম দিল। সকালে উঠেছি রান্না ঘরের দিকে আসলাম. কিছুক্ষন পরে আমার ফ্ল্যাটমেট ও আসল।

তার পরে সে তার সেলফে কিছু একটা দেখে একটু এদিক সেদিক করল। । । আমারে জিজ্ঞাস করল , "কামরুল তুমি কি কাল আমার এইখান থাকে চাল নিছ পার্টির সময়?" আমি বললাম "নাহ! আপনের চাল নিব কেন ?" তখন সে বল্ল "তাহলে বস্তার মুখ খোলা কেন ?" আমি বললাম "তা তো আমি বলতে পারব না" আসলে সে মনে করছে আমি তার ওইখান থেকে চাল নিয়ে পার্টি করছি কিন্তু আসলেই নেই নাই । সেই ভুলা গেছে সে বস্তার মুখ নিজেই খুইলা ঘুমাইছে রাইতে একটু আগের ঘটনা, আমি রান্না ঘরে বসে আছি।

সে আসল, ফ্রিজ খুল্ল এবং তার পার্ট থেকে মধুর একটা বোতল বাহির করল এবং উশখুস করল বল্ল এই মধু কার, আমি বললাম আমারটা তো সাইডে থাকে (আমি তাকাইয়া দেখি আমার টা নাই )। পরে সে কিছুক্ষন চিন্তা করল তার পরে আবার জিজ্ঞাস করল তোমারটা কোথায় জানি থাকে, আমি দেখাইয়া দিলাম। সে আপন মনে ওই খানে আমার মধুর বোতল রেখে চলে গেল, কিন্তু একটা কথাও বল্লনা। তাই মনে হইল আহারে চাল তোর জন্য দুঃখ হয় আর ওইদিকে মধু তুই বড়ই নিস্পাপ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।