আমাদের কথা খুঁজে নিন

   

আসুন আমার ভাই এরা,চলুন গ্রামীনফোনকে এবরো-খেবরো ইয়া লম্বা বাশঁ দেই।

এটা আমার তৃতীয় টিউন। আজ আমি আপনাদেরকে ফ্রী ইন্টারনেট ব্যবহার করার উপায় বলব। এটা খুবই সহজ। যা যা লাগবেঃ
১। সিম্বিয়ান সেট।


যেমনঃNokia N70,N72,N73,N90,N95,N97,7210,7610 etc.
২। গ্রামীণ সিম। সিম এ টাকা থাকা আস্থায় ইন্টারনেট ব্যবহার করা যাবে না,টাকা কাটতে পারে। আপনার ভুলের জন্য আমি দায়ী থাকব না। আমি ৭মাস ৫দিন টাকা লোড করি না।

৩। MMS setting.গ্রামীণ কোম্পানি এখন আর ফ্রী সেটিং দেয় না। তাই কল করে জপি সেটিং নিতে হবে। পুরাতন সেটিং কাজ নাও করতে পারে। স্পীড খুবই ভাল।

এখন ডাউনলোড এর পালা,এটি অপেরা আর মোডইফাই ভার্সন অউপেং। ডাউনলোড এই ফ্রী ইন্টারনেট এর আরও একটি উপকার হল বাংলাদেশ এর গভর্নমেন্ট যেই ওয়েবসাইট ব্লক করুক না কেনও আপনি সেই ওয়েবসাইটি সাচ্ছন্দে ভিসিট করতে পারবেন। যেমনঃফেব্রুয়ারী শেষ এর দিকে ফেসবুক ব্লক করে কিন্তু আমি তা ভিসিট করতে পেরছি,আর হল ইউটিউব। প্লিজ কমেন্ট করে জানাবেন। কোন প্রব্লেম হলে কল করতে পারেন ০১৬৮৩৬৪১১০৮ এই নাম্বার এ।

টিউনটা করতে অনেক দেরি করে ফেলেছি তাই ক্ষমা প্রার্থী।

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।