আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের আর দাবিয়ে রাখতে পারবে না। ‘চেতনা’কে আমরা খুঁজে বের করবই (কপি পেস্ট পোস্ট)

আমি ভব ঘুরেঈ হবো এটাই আমার এ্যম্বিশান.....

সৈয়দ মুজতবা আলীর ভাষায়—‘লগুড়াহত সারমেয়বত্ নিম্নপুচ্ছ’ হয়ে গর্তে ঢুকে গেছে। যেন কানে দিয়েছি তুলো, পিঠে বেঁধেছি কুলো, মুখে এঁটেছি স্কচটেপ’!! আমার এই প্রতিবাদে যদি কপালে স্বাধীনতার চেতনা বা বন্ধু রাষ্ট্রের বিরোধিতার অভিযোগ উঠে উঠুক। সহ্যের একটি সীমা আছে। আমরা বাংলাদেশীরা কি সব ভেড়া, নপুংশকের জাতে পরিণত হব? পাকিস্তানকে যুদ্ধে পরাজিত করে দেশ স্বাধীন করেই আমাদের সব চেতনা লুপ্ত হবে? সহ্য করে যেতে হবে ‘বন্ধু রাষ্ট্র’ ও তাদের ‘বন্ধুদের’ অসভ্য-বর্বর আচরণ? ‘চেতনা’র সীমারেখা যদি হয় কেবল পাকিস্তান ও রাজাকার-আলবদরদের আক্রমণ করে কথা বলা, তাহলে বলার কিছু নেই। আমরা কোনো নতুন রাজাকার চাই না।

পাকি রাজাকারমুক্ত হয়ে ভাকু রাজাকারদের লাফালাফিতে সব চেতনা হারিয়ে যাক, তা ‘বন্ধুপ্রতিমরা’ মেনে নিতে পারেন; যাদের হৃদয়ে বাংলাদেশ নামের দেশ গেঁথে আছে তারা কখনোই তা মানবে না। মানতে পারে না। স্বাধীনতার পক্ষের শক্তির কথিত দাবিদারদের জন্য ‘চেতনা বাবু’ হারিয়ে যেতে পারে। তবে তা ক্ষণিকের। বঙ্গবন্ধুর কথায় বলতে হয়—আমাদের আর দাবিয়ে রাখতে পারবে না।

‘চেতনা’কে আমরা খুঁজে বের করবই। মূল লিখায় যেতে click here

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।