আমাদের কথা খুঁজে নিন

   

জাতি সত্তা! - বাংগালীত্ব।



বাংলাদেশ স্বাধীন হয়েছে ধরম নিরপেক্ষতা ও বাংগালীত্ব রক্ষা করতে। আমাদের ভাষা এতিহ্যকে রক্ষা করতে। বাংলাদেশের মানুষেরা "বাংলাদেশ" বানানোর জন্য যুদ্ধ করেনি, যুদ্ধ করেছে আমাদের নিজস্ব সত্তাকে বাচিয়ে রাখার জন্য -এ কথাটা বোঝার চেস্টা করবেন এডিট করব না, অনেকেই বুঝতে পারেন না বাংলাদেশের ব্যাপারটা। আওরংজেব আমলে আমরা কে ছিলাম? - বাংগালী। নাগরিকত্ব- মোঘল [ভুল হতে পারে!!] সিরাজ উদ দৌল্লার আমলে আমরা কে ছিলাম? - বাংগালী।

বাংলা-উড়িস্যার নাগরিক। ব্রিট্রিশ আমলে আমরা কে ছিলাম? - বাংগালী। [ব্রিট্টিশ সম্রাজ্যের অধিনস্হ নাগরিক] ভারত বর্ষে আমরা কে ছিলাম? - বাংগালী। ভারতের নাগরিক। পাকিস্হান আমলে আমরা কে ছিলাম? - বাংগালী।

পাকিস্হানের নাগরিক!!!!!!??? বাংলাদেশ আমলে আমরা কে ? - বাংগালী। বাংলাদেশের নাগরিক। হঠাৎ করে এই বাংগালীত্বকে সামু ব্লগের বাংলা লিখতে পারা কিছু লেখক আমাদের পরিচয়টা কি করতে চাইছে? ভুলবেন না, জহির রায়হানের সময়ের প্রয়োজনে গল্পের কথা: দেশ তো ভূ-গোলের ব্যাপার, হাজার বছরে হাজার বার তার সীমানা পাল্টায়! এ দেশে ধর্মের নামে কোনো রাজনৈতিক দল থাকা -অবৈধ!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.