আমাদের কথা খুঁজে নিন

   

এই লিখা পড়ুন বা না পড়ুন কিন্তু বিষটির প্রতি নজর রাখুন। কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে অপরিকল্পিত দালান উঠতে দেখে আমারও মন খারাপ হযেছিল! আপনাদের কি হয়?

আমি একজন সাধারণ মানুষ

কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে অপরিকল্পিত ভাবে দালান উঠতে দেখে আমারও মন খারাপ হযেছিল! আপনাদের কি মন খারাপ হযেছিল বা হয়? এর পর আরও মন খারাপ হয়েছিল যখন বিভিন্ন মিডিয়া ও বিলবোর্ডে ঐ স্থাপনাগুলির বিক্রির জন্য বিজ্ঞাপন প্রচার করা হত। আমি এ ব্যপারে একটা তথ্যবহুল লিখা লিখার পরিকল্পনা করেছিলাম । আমার খুব ভাবনা হত যে এভাবে যত্রতত্র যদি দালান উঠতে থাকে তা হলেত বায়ুপ্রবাহ স্বাভাবিক থাকবে না। পরিবেশের মারাত্বক বিপর্যয় হবে । এগুলি সবার চোঁখের সামনে গড়ে উঠছে দেখার কি কেহ নেই? এভাবেই কি আমরা আমাদের ক্ষতি করব চিরকাল? আমি আর বেশী কিছু না বলে প্রথম আলোর লিংকটি দিলাম ।

যারা প্রথম আলোতে পড়েনি তাদের জন্য। আজ প্রথম আলোতে সংবাদটি দেখে খুব ভাল লাগল তাই শেয়ার করলাম । Click This Link আমার আর একটি বাস্তব অভিজ্ঞতার গল্পঃ (যারা আগে না পড়েছেন তাদের জন্য)। ব্যাচেলর হয়ে অনেক অভিজ্ঞতাই আছে । কিন্তু গত কালকের একটি ঘটনা আপনাদের সাথে না শেয়ার করলেই নয়! কেহ পড়লে নিজ দায়িত্বে পড়বেন ! নিচের লিংকে ক্লিক করুন।

Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।