আমাদের কথা খুঁজে নিন

   

দেশ-ভাগের পর



দেশ-ভাগের পর ডা.সুরাইয়া হেলেন ভর দুপুর বেলায় লাঠি ভর করে ছোট ছোট ছাঁটা চুল, পরনে সাদা শাড়ি কুঁজো হয়ে রাজবাড়ীর চালতা গাছ পেরিয়ে হেঁটে যায় বসু ডাক্তারের বিধবা বোন, চালতা বুড়ী ! কেন তার এমন নাম চালতার নামে জানি না আমরা, মুখে মুখে শুনে সবাই চেঁচাই, “ও চালতা বুড়ী, ও চালতা বুড়ী,” বিশ বার গুনে গুনে । অপূর্ব সুন্দরী বিধবা বুড়ী সবাই বলে রাণীর প্রেতাত্মা তবু প্রতি দুপুরে দেখি তারে ভয়ে ভয়ে দুরু দুরু কাঁপে আত্মা ! রাজবাড়ীর উলটো দিকে বসু ডাক্তারের বাড়ী বেদখল হয়ে গেছে সেই কবে দেশ ভাগে তবুও বুড়ী পারে না ভুলতে রোজ দুপুরে একবার আসে বাপের বাড়ীর সুমুখে । এক সকালে ভীর করে সবে ময়মনসিংহ যাদুঘরের ড্রেনের পাশে রাণীর প্রেতাত্মা সুন্দরী চালতা বুড়ীর লাশ অর্ধেক ডুবে, অর্ধেক নর্দমার ময়লা পানিতে ভাসে !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।