আমাদের কথা খুঁজে নিন

   

দেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড যশোরে


দেশের ইতিহাসে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে, সেখানে বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যশোরের এই তাপমাত্রাই সর্বনিম্ন বলে জানিয়েছে আওবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৬২ সালে দেশে ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি রেকর্ড রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর যশোর প্রতিনিধি জানিয়েছেন, তীব্র শীতের কারণে সেখানে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। ছিন্নমূল মানুষের দুর্ভোগ চরমে উঠেছে।

কুয়াশার কারণে সকাল ১০টা পর্যন্ত যশোরে সূর্য দেখা যায়নি। গত কয়েকদিন ধরেই সারাদেশে তীব্র শীত অনুভূত হচ্ছে। চট্টগ্রামের কয়েকটি জায়গা ছাড়া দেশের সর্বত্র মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বিরাজ করছে। আবহাওয়াবিদ মান্নান বলেন, উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশে বিরাজ করায় শীতের তীব্রতা বেড়েছে। আগামী দুদিনের মধ্যে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে আভাস দিয়েছেন তিনি।

ঢাকায় বুধবার সর্বনিু তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। View this link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.