আমাদের কথা খুঁজে নিন

   

গান ভালোবেসে গান-১১ : আদরের নৌকো (ঁ)

আমি দু'চোখের গহ্বরে শূণ্যতা দেখি শুধু রাতঘুমে আমি কোনো স্বপ্ন দেখিনা !!

গানের শিরোনামঃ আদরের নৌ্কো অ্যালবামঃ চ (গানটি শূনতে পারেন এখান থেকে) ব্যান্ডঃ চন্দ্রবিন্দু .................................................. ভেসে যায় আদরের নৌকো তোমাদের ঘুম ভাঙে কোলকাতায় হ্যালোজেন বৃষ্টিকে রং লিখে ঘর পাঠায় ভিকিরিরা স্বপ্ন পায় তুষার এর রাজধানী ধুয়ে যায় জ্যোৎস্নায় ধুয়ে যায় আদরের পথ-ঘাট ভেসে যায় আরামের অঞ্চল রেলিংয়ের ঘুম ঘোরে টুপ করে কাঁদলো জল ডানা ভাঙাএকলা কাক পথ ভেসে থাক একলাটি থাক এ জন্মের রেলগাড়িরা যায় জলপরী হোক ধূলো হাওয়ায় হাওয়া কে সে আঁকে তার ডানায় এই নরম চুল ধূলোর ফুল যায় ভেসে যায় ভেসে যায় আদরের নৌকো ভেসে যায় সোহাগের সাম্পান সিগারেট টুকরোরা মুখচোরা শিখছে স্নান নুড়ি ঘেরা বালির স্তুপ জোনাকির রূপ বুকে নিয়ে চুপ এ জন্মের রেলগাড়িরা যায় জলপরী হোক ধূলো হাওয়ায় হাওয়া কে সে আঁকে তার ডানায় এই নরম চুল ধূলোর ফুল যায় ভেসে যায় ভেসে যায় আদরের নৌকো তোমাদের ঘুম ভাঙে কোলকাতায় হ্যালোজেন বৃষ্টিকে রং লিখে ঘর পাঠায় ভিকিরিরা স্বপ্ন পায় তুষার এর রাজধানী ধুয়ে যায় জ্যোৎস্নায গান ভালোবেসে গান-১০

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।