আমাদের কথা খুঁজে নিন

   

কালো

লিখছি আমি যা মনে চায় । কারো ভালো না লাগলে কি আসে যায়।

কালো আছে তাই আলো পাই । কালো আছে তাই সাদা চাই । চোখের মনি কালো ভাল ।

কাজল ও তাই চিরন্তন কালো । মাথার যে চুল নিমিষ কালো । চুল পাকলে দুঃখ বড় । কালো রং পোষাকের অভিজাত্যে । কালো বই এর পাতার লেখাগুলো ।

মরণের পর কবরখানা সেও হবে নিঝুম কালো । জীবন থেকে মৃত্যুবধী কালোরই যে কাব্যগাথা । তবে এখন বলো মানুষ যখন কালো দেখ কুচকে যায় কেন তোমার ভ্রু জোড়া? তাচ্ছিল্যের দৃষ্টি তোমার অবহেলা যায় ধরা। গাএ বর্ন কালো হবে পারে না কেউ ভাবতে । প্রিয়মানুষ কালো হবে চায়না কভু মানতে ।

কালো যদি এতোই ভাল তবে কালোকে আড়াল করতে বলো এতো কেন রং ঢালো ???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.