আমাদের কথা খুঁজে নিন

   

"স্কেল ল" নিয়া হোরাস মামার হাড়-ভাংগা যুক্তি, উট-পাখির দৌড়, ডাইনোসর প্যারাডক্স এবং কাকপাখির বক্তব্য।

We must not exist, our existance is the most impossible thing.

কাকপাখির দেওয়া "যেই কারনে নাস্তিকরা বেওকুব "-- পোষ্টের বারংবার রিপোষ্ট এবং নাস্তৈক মামাদের যুক্তি খন্ডনের ক্রমাগত অক্ষমতার ফলাফল ছিল মামাদের কর্তৃক কাকপাখির প্রতি তীব্র ব্লগ-প্রতিক্রীয়া এবং কাকপাখির "বেওকুব", "গাধা নাম্বার ওয়ান" ইত্যাদি খেতাব প্রাপ্তি। (এইসব খেতাবের প্রতি কাকপাখির ব্যাপক আগ্রহ যখন নাস্তৈক মামাদের গরম ভাতে ছাই দেওয়ার উপক্রম করল [খেক খেক ], তখন ব্লগের নাস্তৈক কমিউনিটির বিশিষ্ট বৈজ্ঞান মনস্ক নাস্তিক হোরাস মামা ঠিক করলেন বেওকুব কাকটাকে এইবার বৈজ্ঞান দিয়া প্রতিহত করতে হবে। কাকপাখির ব্লগ অনুসন্ধান করে তিনি দেখতে পাইলেন "আদ জাতির বিশাল আকৃতির কিছু কংকালের ছবি"--নামে মহা বেওকুব কাকপাখি একটা পোষ্ট দিছে। হোরাস মামা মনে মনে হাসলেন। এইবার বেওকুবটাকে বাটে ফালানো গেছে/ "স্কেল ল" দিয়া অতি সহজেই ১৫ ফুট উচ্চতার কাল্পনিক আদ জাতির অস্তিত্ব যে বাস্তবে সম্ভব না তা তাত্বিক ভাবে প্রমান করা তাঁর কাছে একটা ছেলেখেলার ব্যাপার মনে হইল এবং তিনি যে কারনে কাকপাখি২ চালাক (!!?) আর সকল নাস্তিক এবং বেশিরভাগ আস্তিক বেকুব ।

), --নামে একখানা চমৎকার বুদ্ধিদীপ্ত পো্স্ট দিয়া অন্যান্য নাস্তৈক মামাদেকে চমৎকৃত করে দিয়ে কাকপাখির প্রতি ওপেন চ্যালেন্জ ছুড়ে দিলেন। কিন্তু বেয়াড়া কাকপাখি তার পোষ্টে কোন কমেন্ট না করায়, তিনি শেষ পর্যন্ত আর থাকতে না পেরে নিজেই কাকপাখির পোষ্টে গিয়ে তাঁর পোষ্টের লিংক দিয়ে আসলেন এবং তার ব্লগে এসে মল্লযুদ্ধের আহব্বান জানাইলেন। অতঃপর কাকপাখিকে বাধ্য হয়েই তার সাথে ব্লগযুদ্ধে নামতে হয়। এবং হোরাস মামার সমর্থনে অন্যান্য নাস্তৈক মামারা একযোগে কাকপাখিরে পচানো আরম্ভ করেন। যাই হোক, কাকপাখি একটা বেওকুব পাখি হইলেও লড়াই করার সিদ্ধান্ত নেয় এবং লড়াই চালিয়ে যেতে থাকে।

হোরাস মামা এবং কাকপাখির ব্লগযুদ্ধের ফলাফল জানতে এই পোষ্টটি সবগুলি কমেন্ট সহ পড়তে পারেন। আশা করি উপভোগ করবেন। (এই পোষ্টে কমেন্ট মডারেশন করা হইল না তবে ধর্ম নিয়া গালাগালি করলে কমেন্ট ডিলিট করার প্রতিশ্রুতি দেওয়া হইল )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.