আমাদের কথা খুঁজে নিন

   

প্লাবিত মননের গল্প ; ০১

একটু দম নেয়ার অপেক্ষায় কতোকাল কাটিয়ে দিয়েছি গাছের আলিঙ্গনে ।

অমন উড়াল পঙ্খি মন নিয়ে কোথায় বাধবি বাসা - কার কাছে আর শিখতে যাবি সত্য, সুন্দর, সপ্নীল ভালোবাসা ? তোর ভেতর যে মহেন্দ্র ক্ষণ, পোড়ায় জ্বালায় হর-হামেশা ; প্লাবন নামের অধিক সাগর, তীব্র নাড়ায়- চাড়ায়, সেখানেই তোর বোধন ! তোর যে সাধন, সপ্ন চোখে, বুকের ভেতর থমকে থাকা একটা মেঘলা আকাশ । তোর ভেতরেই খুঁজতে হবে ; হেসে বলি- চাইলেই পাবি আমাতেই তার প্রকাশ । অমন সবুজ সবুজ অবুঝ স্বপন, গল্প দিয়ে ছাওনি দেয়া জীবনের এক রুপ, কিভাবে পাস আমি তো জানি, আয় ঘুরে আসি রোদের দুপুর, মৌন অপরুপ । কালির মতোন মেঘ ছড়াবে আঁকতে পারিস ছবি ! তীব্র সুখে পড়বি বাধা, চোখের গিঁটে আটকে থাকা চাবি । সবকিছু তোর, সবকিছু তোর দু'হাত ভরা মুগ্ধ তোর মসৃণ এই ধরা, কেমন হবে সারারাত্তির জেগে থেকে রোদ-বিহনে পোড়া ? লিখন অক্টোবর-১২.২০০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.