আমাদের কথা খুঁজে নিন

   

শেয়ারবাজার ৩: নিজেকে বিনিয়োগকারী ভাবুন, শেয়ার ব্যবসায়ী নয়।



[পর্ব ১ | পর্ব ২ এর পর] বর্তমান পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ পোস্ট আপনার শেয়ারের প্রকৃত মূল্য হ্রাসবৃদ্ধির জন্য দায়ী আপনার কোম্পানির পারফরমেন্স, শেয়ার বাজার নয় আগের পর্বে আলোচনা করেছিলাম শেয়ারের প্রকৃত মূল্য কিভাবে কোম্পানির লাভজনকতার (প্রফিটেবিলিটি) ওপর নির্ভর করে। কোন কোম্পানির প্রফিট্যাবিলিটি কোম্পানিটির শেয়ার বাজারে কত মূল্যে বিক্রি হচ্ছে তার ওপর নির্ভর করে না। এটা পুরোপুরি নির্ভর করে কোম্পানিটির ইনডাস্ট্রির অবস্থা এবং এর নিজস্ব ম্যানেজমেন্ট ও কর্মিদের কাজের ওপর। শেয়ারের প্রকৃত মূল্য কখনোই শেয়ার বাজারের ওপর নির্ভরশীল নয়। প্রকৃত মূল্যের সাথে বাজার মূল্য মিলিয়ে দেখুন শেয়ার বাজারে শেয়ার যে প্রকৃত মূল্যে বিনিময় হবে এমন কোন কথা নেই।

তবে স্বাভাবিক বাজার, যেখানে বিনিয়োগকারীরা সবাই যুক্তিপূর্ণ সিদ্ধান্ত নেয় সেখানে শেয়ারের বাজারমূল্য প্রকৃত মূল্যের আশেপাশেই থাকে। যদি বাজারমূল্য প্রকৃতমূল্যের চেয়ে বেশি হয়, তবে তাকে বলা হয় অতিমূল্যায়িত শেয়ার। আর যদি বাজারমূল্য প্রকৃতমূল্যের চেয়ে কম হয় তবে তাকে বলে অবমূল্যায়িত শেয়ার। অভিজ্ঞ বিনিয়োগকারীদের মধ্যে অতিমূল্যায়িত শেয়ার বিক্রি করে অবমূল্যায়িত শেয়ার কেনার প্রবণতা থাকে। চাহিদা-যোগানের সুত্র অনুসারে একারণে অতিমূল্যায়িত শেয়ারের মূল্য কমে স্বাভাবিকের কাছাকাছি যায়, আর অবমূল্যায়িত শেয়ারের মূল্য বেড়ে স্বাভাবিকের কাছাকাছি যায়।

অনেকটা রসায়নের সাম্যাবস্থার মত। (চলবে.....)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.