আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপের টিভি এডে বাংলাদেশের পতাকা কৈ???

শীতঘুম, কেরোসিন আর অপ্রাকৃতিক গন্ধে আপাতত নিশ্চুপ...

বিশ্বকাপের টিভি কমার্শিয়ালটা দেখছেন কেউ? ঐ যে দড়ির উপ্রে দিয়া হেঁটে হেঁটে যায়??? প্রথমে ভাবছিলাম ওইটা ভারতীয় বোর্ডের নিজস্ব প্রোডাক্ট। তাই বাংলাদেশের উপস্থিতি ১৮০ সেকেণ্ডের মধ্যে ২/৩ সেকেণ্ড দেইখা পাত্তা দিই নাই! এখন দেখি এইটা তো আইসিসি'র নিজস্ব প্রচারণা!!! পুরাটার মইধ্যে সব দলেই অনেকগুলা পতাকা আছে কিন্তুক বাংলাদেশের নাই!!! এইটা ক্যামন হৈল!!!! দেইখা মনে হয় একমাত্র ভারতই বিশ্বকাপ আয়োজন করতেছে। আমাদের তো তেল মারতে মারতে আর কিছু বাকি নাই...তবে এর মইধ্যে আশার কথা হৈল বাংলাদেশ ঐ কমার্শিয়াল জানাইতে আপত্তি করছে। এই বিষয়ে বিস্তারিত বা নির্ভরযোগ্য প্রমাণ দেয়াটা এই মুহূর্তে সম্ভব না...তবে আপত্তি জানাইলেই ভালো...সাথে সাথে প্রতিবাদলিপিও পাঠানো দরকার। আইসিসি'র এই বিসিসিআই চাটুকারিতা ধিক্কার জানাই... http://www.youtube.com/watch?v=N-r0E8bmLXM

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.