আমাদের কথা খুঁজে নিন

   

'The sky is the limit' আকাশটা ছুতে চাই - এটি আর এখন আমেরিকার স্লোগান নয়, তবে সৌদী আরব আসতে পারেন।



এইতো কদিন আগে আমার পরিচিত একজন ডিভি ভিসা নিয়ে আমেরিকা গেল, আর বিরক্ত হয়ে ফিরে এল। ওখানে কাজ নাই, আরাম নাই, সুবিধা নাই। আর সৌদী আরবকে বাংলাদেশের মানুষরা চেনে লেবার হিসাবে কাজ করতে যাওয়ার দেশ হিসাবে। ২২ লক্ষ বাংলাদেশী এখানে উদয়-অস্ত গোলামী করে পেটে-ভাতে থাকে। অল্প কিছু জমা হয় মাসের শেষে।

ওদের দু:খ, কষ্টের কথা নাহয় নাই বললাম। কিন্তু সৌদী আরবে আর এক ধরনের চাকরী আছে যা বেশ ভাল মানের। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার চাকরী। বেতন ভাল, অন্যান্য সুযোগ সুবিধা অনেক। কাজ কম।

ইতিমধ্যে বেশ কিছু বাংলাদেশী এখানে আছেন এই পেশায়। আপনারাও আসতে পারেন। এখানে বেশিরভাগই মিশরীয়, ভারতিয় ও পাকিস্তানি। বিশেষকরে ভারতের আলিগড়ের পাশ করা ছাএ দিয়ে বোঝাই। কাজেই বাংলাদেশীদের জন্য ভাল সুযোগ এখানে আসতে হলে আপনাকে: ১) একটি বিশ্ববিদ্যালয় বাছাই করতে হবে।

এই এড্রেসে পাবেন সব বিশ্ববিদ্যালয়ের ঠিকানা। ২) আপনি যে বিষয়ের স্নাতকোওর, সেই বিষয়ের কলেজের ডিনের ই-মেইল আ্যড্রেস বের করতে হবে। ধরুন আপনি ইংরেজীতে মাষ্টার্স, তখন আপনি আপনার কাংখিত বিশ্ববিদ্যালয়ের "কলেজ অব আর্টস এন্ড সোসাল সায়েন্সেস" এর ডিনের ই-মেইল ঠিকানা নেবেন। এক্ষেএে গুগল এর ট্রান্সলেটর ব্যবহার করতে হবে। ৩) আপনার দরখাস্ত পাঠিয়ে দিন, জীবনব্রিওান্ত সহ।

এবং ধৌর্য ধরে অপেক্ষা করুন। ৪) দরখাস্ত পাঠাবার এখনই উপযুক্ত সময়। সৌদী আরব শিক্ষাখাতে অনেক বিনিয়োগ করছে, এবং এখানে কাজ পাওয়ার সম্ভাবনা দিন দিন বাড়বে বই কমবে না। সুতরাং হাল ছাড়বেন না। ধন্যবাদ ও শুভকামনা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।