আমাদের কথা খুঁজে নিন

   

হার মানা হার



সুন্দরীতমা প্রিয়! নিও ভালবাসা নিও। পথ হারা মোর, হার মানা হার কন্ঠে পড়ে বালা উদাস আমি ভাবি কেবল তোমাকে নিরালা। তুমি কঠিন কথার গণিত বোঝ জটিল রকম হিসাব খোঁজ। শুধু খোঁজার বাকি আমার অনেক কথা বোঝার বাকি নরম আমার, অনেক কঠিনতা। তুমি বাকা হাসির বাকটা বোঝ অপলক চাহনির অর্থ খোঁজ, বোঝার বাকি আমার হাসির নিগুঢ়তা।

তবু আমি তোমার তরে নিত্য চাই দান মহারাণী আন তোমার ফাগুনের বান, আমি হাসতে গেলে তোমার চোখে এই হাসির মানে কালা ভালবাসতে গেলে ভাব তুমি, বিগ্রহ বড় বাড়াবাড়ি, বড় জ্বালা। তুমি হিসাবের সব সূত্র বোঝ জটিল জটিল স্বার্থ খোঁজ শুধু বোঝার বাকি আমি- তাই হার মেনে যাই নিত্য দিবস যামী। আমি আসলে পাশে নিজেকে লুকাও, কালো মেঘের ঢঙে বসতে গেলে মুখ কালি হয় ,কত রকম সঙে। তুমি এপক্ষ ও পক্ষ মান পক্ষপাতিত্বও চেনো শুধু আামায় যায়না মানা একাধিক পক্ষের ভিড়ে আমায় যায়না চেনা। আমার কথা শুনে তোমার কানে বাজে বিষের বীণ অহর্নিশ তাই আমার কথামালা ক্ষয়ে ক্ষয়ে হয় ক্ষীণ।

তুমি সকল বাকা কথার অর্থ বোঝ শুধু আমার সরল কথার অর্থ খোঁজ আমার সব বিশ্বাস কান্না হাসি তুমি সকল ভাব খেলা, দামহীন ভেবে সব কথা মোর তাই কর অবহেলা। তুমি বিশ্বাসের ফাঁক-ফোকর চেনো বিনাদামে মনকে কেনো! শুধু আমায় নাওনি কিনে আমি নিজেই তোমার হয়েছি কেনা, দিনে দিনে! আমি ডাকলে তোমায়, ডাকার ও পথ তোমার কাছে কালো- আমি সইলে ব্যথা, সইলে জ্বালা তোমার কাছে এই ব্যথার দান ভাল। তুমি সূক্ষœ জ্বালাতনকে বোঝ আমার দূর্বলতা খোঁজ, শুধু বোঝার বাকী আমার ভালবাসা বোঝার বাকী কোন কারণে এত হতাশা। তুমি হাসলে বালা হৃদয় নাচে সুখে কইলে কথা সাত সমুদ্দুর ঢেও তোলে এ বুকে, তুমি মান অভিমানের অর্থ জান কখনওবা আমার ভালবাসা মান। শুধু মাননা এই হতভাগ্য মোরে মাননা মোর উপস্থিতি তোমার ঠাকুর ঘরে।

বাকী সবার মুখোশ মুখে তাকিয়ে তুমি হাস রঙিন কালো সকল ভ্রমর ঠিকই ভালবাস, তুমি সবার নাড়ি-নক্ষত্র বোঝ বোঝনা কারও কারও অভিনয় বোঝনা মুখোশধারীর মিথ্যে, কালের ক্ষয়। শুধু আমার ঘাড়ে চেপে যত দোষ নন্দ ঘোষ এই সূত্রে যাও দোষ মেপে। তুমি দিতে পার সকল কিছু আর সকলে কেবল আমি এলে ধর তালা তুলে, তুমি দেয়া নেয়ার মর্ম বোঝ বন্ধুত্বের মানে খোঁজ চোখ মেলে দেখনা কে দুধের মাছি, দুখের দিনে কে রয় দূরে যারা ছিল কাছাকাছি। তুমি বলতে পার ধমকে চমকে তোমার কথা দিতে পার ইচ্ছেমত তোমার মহান ব্যথা, তুমি অপমান জ্বালার অর্থ খোঁজ শুধু বোঝনা আমার বুকের ব্যথা শুনতে চাওনা গুমরে মরে এই বুকে কত কথা । তুমি কাউকে ডাক ডানে কাওকে বামে কাউকে ডাক মন ইশারায় আর কাউকে নামে।

তুমি চাতুরী ছলাকলা বোঝ জটিল জটিল চালাকি খোঁজ, শুধু বোঝনা আমার চাওয়া- তুমি বিশ্বাস ভালবাসার অর্থ জান বন্ধুত্বের সব শিকল চেনো- শুধু স্বীকার করনা মুখে, কত রাত কেদে কেটেছে মোর তোমার দেয়া দুখে। বিশ্বাসের ছাওনি দিয়ে গড়া ভালবাসা বন্ধুত্বের গানে গানে কাদা হাসা তুমি জীবনের এই গল্প বল- পবিত্র, সুন্দর সঠিক পথে চল- শুধু আমায় নাওনা সাথে, তবু আড়ালে আমি নিত্য চলি, তোমার চলা পথে। তবু প্রিয়তমাসু! নাইবা বুঝলে ব্যথা নাই খুজলে আমার চিহ্ন তবু কেউ নাই মোর আপন-পিয়াসী মনোমিতা তোমা ভিন্ন। আমার সকল পূজার সকল ফুলের হার মানা হার ছুয়ে- মহারাণী! তুমি মহাময়ী হও- আমি ভালবেসে যাই ক্ষয়ে। -ঢাকা, ০৩-০৪ জুলাই ২০০৭।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।