আমাদের কথা খুঁজে নিন

   

দুই নেত্রীর ভাষণ- একই মুদ্রার বিশ বছর দর্শন!

বানেসাঁস- এখনি সময় একটি বাংলাদেশী রেনেসাঁস বা পুনর্জাগরণ!

কিছুদিন আগে প্রধানমন্ত্রী বর্তমান সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে একটি ভাষণ দিয়েছেন এবং এরই ধারাবাহিকতায় আজকে বিরোধীদলীয় নেত্রী আরেকটি ভাষণ দিয়েছেন। এই ধরনের ভাষণ শুনতে শুনতে সাধারণ জনগণ বোধ করি খুবই ক্লান্ত ও ত্যক্ত বিরক্ত, কারণ গত দুই দশক ধরে একই ভাষণ সাধারণ জনগণ শুনে আসছে! যখন কেউ সরকারী দলে থাকে তখন পুরনো সরকারের গতবাঁধা কথাগুলো নতুন ভাবে শুনতে হয়, ঠিক তেমনি বিরোধীদলও পূর্ববর্তী বিরোধীদলের কথাগুলো নিজেদের মুখ দিয়ে বলে থাকেন, এতে কেবলমাত্র পাঠিকার পরিবর্তন ছাড়া আমাদের চোখে নতুন কিছুই পরে না! একটি পরিবারের সন্তানরা ভবিষ্যতের পাথেয় পায় সেই পরিবারের অভিভাবকের কাছ থেকে। সাধারণ জনগনকে যদি দেশের সন্তান হিসেবে বিবেচনা করা হয় তাহলে একাধিকবার দেশের প্রধানমন্ত্রী থাকার কারণে বর্তমান প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীকে দেশের অভিভাবক বললে আশা করি ভুল বলা হবে না! কিন্তু খুবই দুক্ষজনক যে, ওনারা দু-জনই সাধারণ জনগণ কে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার পরিবর্তে দলবাজি তে উত্সাহিত করছেন যার ফলশ্রুতিতে সাধারণ মানুষের ভিতর একজন আরেকজনের প্রতি ঘৃণার সৃষ্টি হচ্ছে! মানুষ মরণশীল কিন্তু বেচে থাকে তার কর্মের মধ্যে। মৃত্যুর পরে যেহেতু প্রধানমন্ত্রী বা বিরোধীদলীয় নেত্রী থাকা সম্ভব না তাই এখনি সময় সিদ্ধান্ত নেয়ার কিভাবে বর্তমান প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীকে ভবিষ্যত বাংলাদেশ স্মরণ করবে! যাহোক, সব কিছুরই একটা শেষ থাকে, তাই আমরা নিরাশ নই বরং চরম ভাবে আশাবাদী! ============================= আমজনতার দৃষ্টি আকর্ষণ করছি....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।