আমাদের কথা খুঁজে নিন

   

PC Format দেবার আগে করনীয় [ESET Antivirus user Only]

পাপ কখনও পিছু ছাড়ে না আজ হোক কাল হোক সে মূল্য নিতে আসবেই ।

মনে করুন আপনার কম্পিউটারের C Drive Format Or New Windows Install দিবেন কিন্তু Antivirus এর আপডেট ডাটা সংরক্ষিত রাখতে চাচ্ছেন । কারন এর পর আপডেট দিতে চাইলে তা আবার নতুন করে গোড়া থেকে আপডেট করতে হবে যা অনেক সময় এবং ডাটা লসের ব্যাপার এক্ষেত্রে যা করতে হবে আপনাকে প্রথমে Control Panel থেকে Show Hidden Files,Folder,Drives select করুন তারপর C Drive এ যেয়ে দেখুন Program Data নামে ঝাপসা একটা Folder দেখা যাচ্ছে Xp User রা এখানে পাবেন C:\Documents and Settings\All Users\Application Data এর মধ্যে ঢুকুন ESET Folder এর মধ্যে ঢুকুন তারপর ESET Smart Security/ESET Antivirus এ ঢুকুন এবার Updfiles নামের Folder টা Copy করে অন্যত্র সরিয়ে রাখুন(যে ড্রাইভ ফরম্যাট দিবেন সে ড্রাইভ বাদে) এবার Window বা C Drive Format দিতে চাইলে দিন নতুন Window বা C Drive Format দেবার পর আবার ESET Antivirus বা Antivirus Install দিন এবার ঠিক আগের প্রক্রিয়ায় Updfiles নামের Folder এ যান এবং সব ফাইল Shift চেপে Delete করে দিন এবং আগেরবার সরিয়ে রাখা Updfiles নামের Folder টার সব ডাটা এর মধ্যে Paste করে দিন। ব্যাস এবার নেট কানক্ট দিয়ে নেট খেকে একটু আপডেট করে নিন । দেখবেন কিছু সময়ের মধ্যে আপডেট হয়ে গেছে । যারা লিমিটেড ডাটার Internet চালান তাদের জন্য কাজে লাগবে আশা করি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।