আমাদের কথা খুঁজে নিন

   

আমার ভিনদেশী তারা... (একটি মন খারাপ করা অসম্ভব সুন্দর গান)

© এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের। তাই লেখকের অনুমতি ব্যতীত অন্য কোন প্রিন্ট বা ইলেক্ট্রনিক মিডিয়াতে ব্যবহার না করার অনুরোধ রইল...

সময়ের অভাবে মুভি দেখা হয়নি অনেকদিন। আজ সময় করে কলকাতার আর্ট ফিল্ম "অন্তহীন দেখলাম", এক কথায় অসাধারণ!!! মুভি-রিভিউতে যাবোনা, তবে ছবির শেষাংশের একটি গান এতো ভাল লাগলো, আপনাদের সঙ্গে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। গানটির লিরিক হলো: আমার ভিনদেশী তারা একা রাতেরই আকাশে তুমি বাজালে একতারা আমার চিলে কোঠার পাশে ঠিক সন্ধ্যে নামের মুখে তোমার নাম ধরে কেউ ডাকে মুখ লুকিয়ে কার বুকে তোমার গল্প বলো কাকে? আমার রাতজাগা তারা তোমার অন্য পাড়ায় বাড়ি আমায় ভয় পাওয়া চেহারা আমি আদতে আনাড়ি আমার আকাশ দেখা ঘুড়ি কিছু মিথ্যে বাহাদুড়ি আমার চোখ বেঁধে দাও আলো দাও শান্ত শীতল পাটি তুমি মায়ের মতই ভালো আমি একলাটি পথ হাঁটি... আমার বিচ্ছিরি একতারা তুমি নাওনা কথা কানে তোমার কিসের এত তাড়া? এ রাস্তা পার হবে সাবধানে... তোমার গায় লাগেনা ধুলো আমার দু'মুঠো চাল-চুলো রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে... প্লীজ ঘুম হয়ে যাও চোখে আমার মন খারাপের রাতে আমার রাতজাগা তারা তোমার আকাশ ছোয়া বাড়ি আমি পাইনা ছুঁতে তোমায় আমার একলা লাগে ভারী... আমার রাতজাগা তারা তোমার আকাশ ছোঁয়া বাড়ি আমি পাইনা ছুঁতে তোমায় আমার একলা লাগে ভারী... পুনশ্চ: গানটি গেয়েছেন চন্দ্রবিন্দু ব্যান্ডের অনিন্দ্য চট্টোপাধ্যায়, গানটি ব্যবহৃত হয়েছে "অন্তহীন" মুভিতে। মুভিটিও দেখতে পারেন, ভাল লাগবে আশা করি। 5.07 মিনিটের mp3 গানটি পাবেন এখানে: 11.9 MB

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।