আমাদের কথা খুঁজে নিন

   

google.com.bd আক্রান্ত

আ মরি বাংলা ভাষা
ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়েব সার্চ ইঞ্জিন গুগল'র বাংলাদেশ ডোমেইন আক্রান্ত হয়েছে। একটি আইএসপি বিষয়টি নিশ্চিত করেছে। গুগলডটকমডটবিডি (google.com.bd) ঠিকানায় প্রবেশ করতে চাইলে অনেক ব্যবহারকারীরা সেখানে গুগল'র নিয়মিত পৃষ্ঠা পাচ্ছেন না। এর পরিবর্তে সেখানে লেখা দেখছেন Google Bangladesh OwN3D by TiGER-M@TE (গুগল বাংলাদেশ ঔনড্ বাই টাইগার-মেট)। শনিবার সন্ধ্যা ৬টার দিক থেকে গুগল'র বাংলাদেশ ডোমেইন গুগলডটকমডটবিডি (google.com.bd) ঠিকানায় প্রবেশে সমস্যায় পড়েন ব্যবহারকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফোন করে অনেক ইন্টারনেট ব্যবহারকারী এ বিষয়ে জানতে চান। ডোমেইনটি হ্যাক হওয়ার বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাত সাড়ে ৮টার দিকে নিশ্চিত করে আইএসপি এডিএন সিস্টেমস। "আরো বেশ কয়েকটি আইএসপি একই সমস্যার অভিযোগ পেয়েছে," জানিয়ে এডিএন'র প্রধান কারিগরি কর্মকর্তা প্রদীপ দে বলেন, "ডোমেইনটি নিশ্চিতভাবেই আক্রান্ত হয়েছে। অবশ্য ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে সেবাদানকারী ম্যাঙ্গো টেলিসার্ভিস এর আগে জানায় প্রতিষ্ঠানটি ডটকমডটবিডি ডোমেইনে প্রবেশ করতে পারছিলো। ম্যাঙ্গো টেলিসার্ভিসের ব্যাবস্থাপনা পরিচালক মীর মাসুদ কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার এখান থেকে আমি এ্যাক্সেস পাচ্ছি।

তবে অনেকেই ফোন করে এ্যাক্সেস সমস্যার কথা জানিয়েছেন। " ডটকমডটবিডি (.com.bd) ডোমেইনে কোনো কোনো আইএসপি'র সংযোগ থেকে প্রবেশ করা যাচ্ছে, আবার কোনো কোনো আইএসপি'র সংযোগ থেকে প্রবেশ করে যাচ্ছে না। গ্রামীণ, সিটিসেল ও কিউবি সংযোগ ব্যবহারকারীরা ওই ডোমেইনে প্রবেশ করতে পারছিলেন বলে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/পিডি/২২১০ ঘ.
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।