আমাদের কথা খুঁজে নিন

   

আপনি জানেন কি ?



পতাকার উদ্ভাবন ও ব্যাবহার প্রথম দেখা যায় আর্মি বা সৈন্যদলের মধ্যে । যুদ্ধের সময় নির্দিষ্ট পতাকা থাকতো। লাঠি বা বর্ষার ফলায় বেধে এ পতাকা তৈরি হত। এ ধরনের পতাকা প্রথম ব্যাবহার করে প্রাচীন আ্যাসিরিয়ান ওপারসিয়ানরা। বাইবেল থেকে জানা যায়, যীশুর অনুসারীগনদের নিজস্ব পতাকা ছিল।

কাপড়ের পতাকার আগে কাঠের লম্ব ফালিতে ছবি খোদাই করে পতাকা তৈরি করা হতো। প্রাচীন রোমে রেওয়াজ ছিল, আয়তকার একটুকরা কাপড় বর্শার ফলায় বেধে পতাকা হিসেবে ব্যাবহার করতো। সবচেয়ে পুরানো জাতীয় পতাকা তৈরী হয় ডেনমার্কে ওসুইজারল্যান্ডে যথাক্রমে ১২২৮ ও ১৩৩৯ সালে। আমেরিকার জাতীয় পতাকা নির্বাচনের পর পৃ্থিবীর অন্যদেশগুলো ও তাদের জাতীয় পতাকা ঠিক করে নেয়। ১৯ শতকে পৃথিবীর সব দেশেরই জাতীয় পতাকা নির্দিষ্ট হয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.