আমাদের কথা খুঁজে নিন

   

ইভ টিজিং নয়, মেয়েদের সাথে সুন্দর, স্বর্গীয় সম্পর্ক তৈরী করুন।



বোকা ছেলেদের মাথা খারাপ হয়ে গেছে। আন্দাজ করি, পর্নো ফিল্ম দেখে আর হিন্দি সিনেমার অবিশ্বাস্য প্রেমকাহিনী দেখতে দেখতে তারা বাস্তবতা থেকে বেশ দূরে অবস্হান করছে। মেয়েদের সাথে সম্পর্ক বা বন্দুত্ব করতে হলে বাজে মন্তব্য, অশ্লীল অংগভঈ করতে হবে কেন? হায়, এতে কি কোনো সম্পর্ক তৈরি করা যায়? প্রথম কথা, ছাএ অবস্হায় মেয়েদের কাছ থেকে যত দূরে অবস্হান করবেন, আপনার পড়ালেখা আর ক্যারিয়ারের জন্য তা তত ভাল। ভাল করে পড়াশোনা করে প্রতিস্ঠিত হয়ে তারপর মেয়েদের দিকে মনোযোগ দিবেন। বিশ্বাস করুন, শুধু মেয়েঘটিত কারনে অনেক ছেলের জীবন ধ্বংস হয়ে গেছে পুরোপুরি।

তারপর ধরুন আপনি কোনো মেয়ের দৃষ্টি আকর্ষন করতে চান। তখন কি করবেন? বোকার মত বাজে মন্তব্য করবেন বা অশ্লীল অংগভংগি করবেন? এতে মেয়েটা আপনার সুন্দর ব্যবহার (!) আর মোহনীয় ব্যক্তিত্বে (!!) আকর্ষিত হবে? না, না, না। কখনোই না। এতে মেয়েটার মনে আপনার জন্য ঘৃনা আর বিরক্তি ছাড়া আর কিছুই থাকবে না। এটা অনেকটা নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো।

আমি মনে করি কোনো মেয়ের সাথে খাতির করবার জন্য: ১) প্রথমে মেয়েটার সাথে প্রচন্ড ভাল ব্যবহার করুন, ভাল করে তাকান, প্রশংসা করবার সুযোগ খুজুন, প্রয়োজনের অতিরিক্ত সময় তাকিয়ে থাকুন। সে আশেপাশে থাকলে তাকে সবচেয়ে বেশী গুরুত্ব দিন। তার দিকে আপনার সবচেয়ে সুন্দর দিকটি তুলে ধরুন। মনে রাখবেন, আপনি কাউকে আকর্ষিত করতে চাচ্ছেন, বিরক্ত করতে নয়। ২) যদি সাহস না থাকে কথা বলবার (আমার অনেক বন্ধুরই ছিল না), তবে সাহস সন্চয় করুন ও অপেক্ষা করুন।

মেয়েরা কাপুরুষ পুরুষ একেবারেই পছন্দ করে না। একটা-দুটো করে কথা বলতে চেষ্টা করুন। ৩) যদি প্রথম দর্শনেই প্রেমে পড়ে যান, তবে সর্বনাশ। ইংরেজি প্রবাদে আছে, 'যদি কোনো পুরুষ একতরফা প্রেমে পড়ে, তবে তার সামনে সাক্ষাৎ কিয়ামত। প্রেমিকাকে না পাওয়া পর্যন্ত তাকে দিয়ে আর কোনো কাজ হবে না।

' (ইংরেজি কথাটা মনে করতে পারছি না) তখন আপনাকে দ্বিগুন সতর্ক হতে হবে, কারণ, ভাইজান, তখন আপনি মেয়েটার হাতে ছোট খেলার পুতুল। যেমনি ইচ্ছা নাচবেন। ৪) কথাবার্তা স্বাভাবিক হলে খেয়াল করুন আপনারা আপনাদের সন্গ উপভোগ করছেন কিনা। সেই অনুযায়ি মানসিক বোঝাপোড়ার দিকে এগি্য়ে যান। আর একটি কথা, মেয়েদের বাহ্যিক সৌন্দর্যকে একেবারেই পাওা দেবেন না।

এটি মানুষকে বিভ্রান্ত করে। মনের সৌন্দর্য অনাবিল, অফুরন্ত। তবে সবচেয়ে গুরুত্বপূর্ন ব্যপার হলো, বিয়ের আগে কোনো পর্যায়েই শারিরীক সংস্পর্শের ধারেকাছে যাওয়া যাবে না। আমি জানি এটা কতো কষ্টকর। কিন্তু তারপরও।

প্রয়োজনে আগে বিয়ে করুন, কিন্তু কখনোই অনৌতিক শারিরীক সম্পর্ক নয়। এগুলো সম্পুর্ন আমার ব্যক্তিগত মতামত। এবং বাস্তব অভিগ্গতার আলোকে ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।