আমাদের কথা খুঁজে নিন

   

ব্রিটেনে ধর্মান্ত্ররিতদের মধ্যে বেশীর ভাগই নারী



সম্প্রতি সময়ে বিবিসির কাছে প্রকাশ করা একটি সমীক্ষায় দেখা গেছে ব্রিটেনে ইসলামে ধর্মান্তর বাড়ছে। ব্রিটিশ স্বেচ্ছাসেবী সংস্থা ফেইথ ম্যাটারসের উদ্যোগে করা এক জরিপেদেখা গেছে, ব্রিটিশ মহিলারাই বেশি ইসলাম ধর্ম গ্রহণ করছেন, এবং তাদের অধিকাংশ হিজাবও পরতে শুরু করেছেন । ৯/১১ এর সন্ত্রাসী হামলার পর থেকেই মূলত এই পরিবর্তনের বাতাস বইতে শুরু করেছে। এই হামলাই বদলে দিয়েছে ইসলাম ধর্ম ও মুসলিম সমাজ ব্যবস্থার ধ্যান-ধারনা । ধারনা করা হচ্ছে লোকসমাজে এমন অনেকেই আছে যাদের বুদ্ধি বিবেচনার জায়গাটা অনেক কম, আর এর সর্বোচ্চ ব্যবহার করে নিচ্ছে গনমাধ্যম ।

সেই ভুল ধারনা থেকে উঠে আসতে শুরু করেছে ব্রিটিশ নাগরিকগন এবং অন্যান্য দেশ এর মানুষেরা । যার উদাহরন হিসেবে ধরে নেয়া যায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টোনি ব্লেয়ারের স্ত্রী শেরির বোন লরা বুথও সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গত এক দশকে ব্রিটেনে ধর্মান্ত্ররিত মুসলিম এর সংখ্যা বর্তমানে প্রায় দ্বিগুন রুপ ধারন করেছে । ফেইথ ম্যাটারের এক গবেষণা থেকে জানা যায়, প্রতি বছরই আনুমানিক ৫ হাজার ধর্মান্ত্ররিত মুসলিম ইসলাম ধর্ম গ্রহন করছেন যার মধ্যে দুই তৃতীয়াংশ নারী । যার ৭০ শতাংশের বেশি শ্বেতাঙ্গ গড় বয়স ২৭ বছর ।

এই জরিপটির এক তথ্যের ভিত্তিতে পাওয়া যায়, ২০০১ সালে ব্রিটেনে ধর্মান্ত্ররিত মুসলিম এর সংখ্যা ছিলো ৬০ হাজার ৬৯৯ জন । বর্তমান সময়ের গবেষকরা বিভিন্ন মসজিদ জরিপ করে দেখেন রাজধানী লন্ডনে গত এক বছরে ইসলাম ধর্ম গ্রহন করেছেন ১ হাজার ৮০০ জন এর কাছাকাছি , এবং পুরো ব্রিটেনে গড়ের হিসেবে দাড়াঁয় ৫ হাজার ২০০ জন । যা জার্মানি ও ফ্রান্সের ইসলাম ধর্ম গ্রহণকারীর চেয়ে অনিক বেশি। ফেইথ ম্যাটারসের পরিচালক ফাইয়াজ মুঘল জানিয়েছেন, ইসলাম ধর্ম গ্রহণকারীর সঠিক হিসাব অনেক কঠিন ব্যাপার । তিনি আরো বলেন, আদমশুমারির তথ্য ,স্থানীয় কর্তৃপক্ষ এবং মসজিদগুলোর মাধ্যমে আমারা সঠিক তথ্য নিয়ে আসার চেষ্টা করেছি ।

সূত্র- Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.