আমাদের কথা খুঁজে নিন

   

জম্মু-কাশ্মির সীমান্তে পাক বাহিনীর গুলিতে নিহত ৫

সীমান্তে ফের গুলি চালানোর অভিযোগ পাকিস্তান জওয়ানদের বিরুদ্ধে। গতকাল রাতে ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালায় পাক বাহিনী। গুলিতে ৫ ভারতীয় জওয়ানের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সীমান্ত লঙ্ঘন করেই পাক জওয়ানরা গভীর রাতে ভারতের মাটিতে প্রবেশ করে আত্মগোপন করেছিল।

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী(বিএসএফ)-এর এক আধিকারিক জানান, রাত ৩.৫৫ মিনিট নাগাদ রামগর সেক্টরের কাছে আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাকিস্তানের দিক থেকে গুলি চালোনো হয়।

মোট দুই রাউন্ড গুলি চালায়, গুলি লাগে ২০০ ব্যাটেলিয়নের হেড কন্সটেবল রাম নিবাস মীনার মাথায়।

জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এই ঘটনার সত্যতা স্বীকার করে টু্ইটারে বলেছেন, আজ সকালেই ভারতীয় জওয়ানদের মৃত্যুর খবর পাই, আমি মৃত জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। এই ধরনের ঘটনার পর ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে পাকিস্তান সরকারের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তুলেছেন আবদুল্লা। তিনি বলেন এই ঘটনা পাকিস্তানের সঙ্গে সুসম্পর্কের ক্ষেত্রে আদৌ কোনো সাহায্য করবে না।

এছাড়া চলতি মাসেই দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে আলোচনায় বসার কথা দুই দেশের।

এরপর আগামী মাসে নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের অধিবেশনের ফাঁকেই ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মুখোমুখি বৈঠক হওয়ার কথা। কিন্তু সীমান্তে পাক বাহিনীর এই গোলাগুলি সেই বৈঠকে যথেষ্ঠ ছাপ ফেলবে বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসেও বেশকয়েকবার সীমান্তে গুলি চালিয়ে উত্তেজনা ছড়ানোর অভিযোগ উঠেছিল পাক বাহিনীর বিরুদ্ধে।  

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।