আমাদের কথা খুঁজে নিন

   

এত কাজ কি এত তাড়াতাড়ি কখনো করেছেন?

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

আমি করেছি । দুপুরে এর্লাম দিয়ে রাখলাম কিন্তু উঠলাম আরও পরে । তারপর ১৫ মিনিট কম্পিউটার টিপিটিপি করে দৌড়ে কাপড় পরে সোজা যোগাযোগ বিভাগের কাস্টমার সেন্টারে গেলাম পৌছতে আধা ঘন্টা লাগল । কাজ শেষে হতে আর আধা ঘন্টা মোট ১ ঘ: ১৫ মি: এ কাজ সমাধান করলাম । একটা বিল আটকে ছিল ৬ মাস !!! তা আজ কিছুটা সাইজ করলাম ।

এরপর ফিরতি ট্রেন ধরলাম কিন্তু স্টেশন পাল্টানোর সময় আবারও কি জানি মনে করে ট্রেন কাস্টমার কেয়ারে গিয়ে ইটালীগামী ট্রেনের বিবরণ জানলাম । ইচ্ছা আছে এপ্রিলে ভ্রমনে যাওয়ার । একজন কাজের কলিগ আমন্ত্রণ জানিয়েছে । সময় হচ্ছে কিন্তু আমি যেতে চাচ্ছি না !!! কাজ থেকেও চাপ দিচ্ছে ছুটি কাটাতে !!! আমি বলি, না !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!১ কি করব, সেটাই খুজে পাই না । না কোন বান্ধবী, নাই কোন বউ, নাই তেমন ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ।

আত্নীয়রা সবাই পারিবারিকভাবে ব্যস্ত তাই ভ্রমনে তেমন ইচ্ছা করছে না । তবে কানাডা যাবার ইচ্ছা ছিল । যাই হোক সেটা লম্বা ব্যাপার । তাড়াতাড়ি কথা বার্তা বলে, দৌড়ে ঘরগামী ট্রেন ধরি । কিন্তু ধরলাম তো ধরলাম ভুলটা আধা ঘন্টার পর খেয়াল হল ! গান শুনছিলাম আর ট্রেনের সময়সূচিকে রিভিউ করছিলাম তাই খেয়ালও ছিল না কোন ট্রেনে উঠেছি ।

প্লাটফর্ম ঠিকই ছিল কিন্ত ট্রেন ভুল ছিল । ঐ প্লাটফর্মে দুই দিকের ট্রেন থামে । আমার বাড়ির দিকটার উঠি নাই । যাই হোক টিকেট চেকারও ভুদাই ! আমার টিকেটা বাৎসরিক হলেও এটা এখন কাজ করে না আর বড় কথা আমি আমার টিকেটের উল্লেখিত জোনের বা জায়গার বাহিরে । কিন্তু টিটি এটা খেয়ালই করে নাই ।

নিয়মিত যাতায়াত অতিথির কার্ড এক পলক দেখে ছেড়ে দেয় । না হলেও আজকে ১০ ০০০ টাকার ঝক্কি যেত । আমি মনে মনে কেদেঁ মরছিলাম যখন খেয়াল করি আমি আমার শহরের বাহিরে ! যাই হোক আগরুম বাগরুম করে, আবার ফিরে আসলাম বিমান বন্দর থেকে । তারপর রাস্তার কাবাবের দোকান থেকেই দুপুর+বিকালের ভোজন সারলাম । ঘরে এসেই কিছু গোছালাম ।

আগের দিনের ধুয়া রাখা কাপড় গুলো শুকিয়ে গেলে ভাজ করলাম, ঘরটা হালকার উপর ঝাপসা ঝাড়ু দিলাম । মেয়েদের কাজ করতে বিরক্ত লাগে । ব্লগের বিবিরা(মেয়ে/মহিলা) যেন চটে না যান । কয়েকটা কাজ থাকে যা শুধু আমার কাছে মেয়েদেরই মনে হয় । এটা আমার ব্যক্তিগত মতামত ।

যেমন, রান্নাবান্না, বাচ্চাদের দেখাশুনা ইত্যাদি । যদিও আমি এগুলোর সবগুলিই আনাড়িভাবে পারি । আমি ভাতিজীগুলো যে দুষ্ট না । যাই হোক মূল লেখা থেকে দূরে সরে যাচ্ছি । এরপর ঝটপট মোবাইলগুলো চার্জে দিয়ে ব্লগ লিখতে বসে গেলাম ।

সারাদিন কাজ করলাম মোট ৩ ঘন্টা ১৫ মি. ব্লগ লেখা পর্যন্ত । কারণ এরপর আমি অনলাইনে গেমস খেলব । আমার প্রিয় গেমস এইজ অফ এম্প্যারস থ্রি । বাচ্চা ভাব্বেন না আবার, অনলাইনে অনেক বয়স্ক মানুষও খেলে । তারা সবাই অপেক্ষা করছে ।

আমাদের টিম লিডার একজন মহিলা । তাকে দেখলেই শুধু দেখতে ইচ্ছা করে । কিন্তু দুই বাচ্চার মা ! বাচ্চা সামলিয়ে কিভাবে খেলে ? এটা মেয়েরাই পারে । শুভ ব্লগিং

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।