আমাদের কথা খুঁজে নিন

   

ইভা রহমানের মত সুকন্ঠী গায়িকার বিরুদ্ধে নানামুখী অপবাদ ও অভিযোগের ঝাঁঝালো প্রতিবাদ !!! সাড়ে ১৬ ‍+ পোস্ট

মন বসে না পড়ার টেবিলে

ইভা রহমান একজন প্রতিভাবান গায়িকা । কি সুন্দর তাঁর গানের গলা । বর্তমান বাজারে সবচেয়ে আলোচিত ও ব্যবসাসফল গায়িকা হলেন এই ইভা রহমান । তার এক-একটা অ্যালবাম শুধু বের হয় আর নিমিষেই শেষ হয়ে যায় । সারা দেশে তার অসংখ্য গুণমুগ্দ্ধ ভক্ত সকাল বিকাল কেবল তার গান শুনে এবং ফলশ্রুতিতে মেটালিকা ,আয়রন মেইডেন নামক পশ্চিমা সঙ্গীত শুনে হেডব্যাঙ করার নোংরা প্রবণতা থেকে বের হয়ে আসতে পেরেছে ।

তরুণ সমাজের এই অভাবনীয় উন্নতি কেবলই ইভা রহমানের অবদান। কারণ তার সঙ্গীতের যে সূর আর গানের কথার যে সুবিশাল ব্যাপ্তী তা কি আর ১০০ বছর আগে রবি ঠাকুর চিন্তাও করতে পেরেছেন ?? ইভা রহমানের বিরুদ্ধে সাধারণ অভিযোগ হল তার গানের সুর নাকি হিন্দি গানের মত । কি লজ্জাজনক অভিযোগও যে মানুষ করতে পারে !!! সঙ্গীতের সুর তৈরীই হয়েছে ইভা রহমানের জন্য । তিনি তার মায়ের পেটে থাকতেই সঙ্গীতে সাধনালাভ করেছেন । অর্থাৎ তার এই গানের সুর ও কথার পরিকল্পনা তিনি করে রেখেছিলেন ২১ বছর আগেই (ওনার বয়স ২১ এর বেশী হতেইই পারে না ) সাম্প্রতিককালে এটিএন বাংলা নামের এক চ্যানেল এর মালিকের সাথে বাঙালী জাতির শত যুবকের আকাঙ্খিত নারী ইভা রহমান বিয়ের পিড়িতে বসলে একদল হৃদয়ভাঙা ব্যক্তি তার বিরুদ্ধে কুৎসা রটনায় লিপ্ত হন ।

কিন্তু তারা যদি বুঝত এই চ্যানেলটা আজকে ইভা রহমানের বদৌলতেই আজকের পজিশনে আসতে পেরেছে !!! ইভা রহমানের আগমণের পূর্বে ওই চ্যানেল কে দেখতো জাতির বিবেকের কাছে প্রশ্ন রইল ? সাম্প্রতিক একটা ইস্যুতে ফিরে যাই । সামনের মাসে ক্রিকেট বিশ্বকাপের মত আন্তর্জাতিক একটা আসরে দেশীয় শিল্পীরা পারফর্ম করবে সবারই কাম্য । এই বিষয়েও গোটা জাতি ইভা রহমানের ব্যাপারে একমত । তার মত আন্তর্জাতিক মানের শিল্পী দেশের মুখ উজ্জ্বল করবে । কিন্তু কতিপয় স্বার্থান্বেষী মানুষ তাঁর মত পবিত্র সাধ্বী রমণীর চরিত্র কলুষিত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছেন ।

এমনকি নাফিস ইফতেখারের মত সুপারম্যান ব্লগারও মনে হচ্ছে এই চক্রান্তে লিপ্ত হয়েছেন । সব কথার শেষ কথা হল শাকিরা যদি বিশ্বকাপে ওয়াকা ওয়াকা ড্যান্স দিয়ে মানুষজনকে মুগ্ধ করতে পারেন তবে ইভা রহমানও পারবেন সঙ্গীতের তালে তালে রংবেরংয়ের শাড়ি দিয়ে বাঙালী কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরতে । তবে এত লোকের সামনে শাড়ি কেমনে পাল্টাবেন এটা এখনো সিদ্ধান্ত নেওয়া হয় নি । তবে আশা হারাবেন না । ইচ্ছা থাকলেই উপায় হয়


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।