আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টির প্রতি

ঘাটের এই পারে বসে আছি ঐ পারে যাওয়ার অপেক্ষা।

চন্দ্রিমার কোনো সুষমায় নয়, ঝরণার কোনো স্ফটিকে নয়, নদীর কোনো কলতানে নয়, পাখীর কোনো কন্ঠে নয়, বাতাসের কোনো গুন্জরনে নয়, শ্রাবণের কোনো ধারায় নয় সুরের কোনো আবহে নয়, সংগীতের কোনো মূর্ছনায় নয়, কাব্যের কোনো মাধুর্য্যে নয়, আকাশের কোনো নীলিমায় নয় কাননের কোনো শোভায় নয়, সবুজের কোনো পেলভতায় নয় পাহাড়ের কোনো মুগ্ধতায় নয়- ভালোবাসা সব শুধু তোমাকেই প্রিয়তমা বিধাতার তুমি এক অপূর্ব সৃষ্টি জনমের ভালোবাসা সঁপেছি তোমায়, বৃষ্টি আমার বৃষ্টি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।