আমাদের কথা খুঁজে নিন

   

তুমি আসলেই কত্তো দূরে!

I am what I am and that's how I would be. No I am not stubborn. I just want to be myself.

অনেক মানুষের ভীড় চারিদিকে, অনেক ব্যস্ততা চারিপাশে আমার দম ফেলার সময় নেই, ডুবে আছি বিস্তর কাজে। বুঝিনা কেনো, ক্ষণে ক্ষণে ভীষণ একা লাগে। কেনো এমন হয় বলো তো? সঙ্গীবহূল প্রতিদিন এতো নিঃসঙ্গ কেনো আমার? সবাই আছে, সবই আছে। তবু কেনো মনে হয় কী যেন নেই?? কত ঝামেলা, কত কাজ সারাদিন, জানো? এর মাঝে শুধু মনে হয় -কী কাজ যেন বাকি থেকে গেলো। তোমার অনেক জ্বরে আমার পাশে থাকা হয়নি। নির্ঘুম রাতে অসুস্থ তোমাকে আমার ঘুম পাড়ানো হয়নি। এই দূরত্বের কোনও মানে হয়? এমন মানেহীন জীবনযাপনের বোঝা টানা কি ঠিক? বলো??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।