আমাদের কথা খুঁজে নিন

   

ড়াত ১ টায় জ্বিনের বাদশা আমার মোবাইলে ভর করেছিলো...আমিও দিয়ে দিয়েছি

চন্দ্রবিন্দু ও আরও অনেকে, হেঁটে হেঁটে, প্রতিটি শব্দ আমাদের, পার হয়ে যায়...

আইজ রাইত ১ টার সময় একটা গ্রামীন নাম্বার থেকে আমারে ফোন দিছে। খুব কর্কশ আর ভারী গলায় কথা কয়। কয়, সে নাকি হেদায়েত দেয়ার জন্য ফোন দিছে। আর আমার বা আমার পরিবারের যদি কোনো চাওয়া পাওয়া থাকে তো সে সব মিটায়ে দিবো। আমি প্রথমে বুঝি নাই।

ভাবছি কেউ ফাইজলামি করতাছে। তবে, তা মাত্র কয়েক মুহুর্তের জন্য। আমার ঝানু মস্তিষ্ক বুঝিয়া গেলো কোনো এক ধান্দাবাজ তার ধান্দার জাল বিস্তার করিতে করিতে আমার কাছে আইনা ঠেকাইছে। সে আমারে কইল, তুই আমারে কল ব্যাক কর। আমি কইলাম, কাকা তুমি কে গো? তোমারে কেনো আমি কল ব্যাক করব? সে কইল, তোর ভালো হবে।

তুই যা চাস তাই পাবি। আমি কইলাম আমার মোবাইলে টাকা নাই। সে কইল তোর মোবাইলে এক টাকাও নাই। আমি কইলাম না। সে কইল তুই মিথ্যা বলছিস।

আরও কি সব বলতে বলতে ঠিক ২ মিনিট ০০ সেকেন্ডে লাইন কেটে দিলো। কিছুক্ষন পর আমি কল ব্যাক দিলাম। দেখি, ওয়েটিং। তবে কল হতে হতে একেবারে শেষের দিকে সে কল রিসিভ করল। হয়ত মনে করছে মাছ বড়শি গিলছে।

তাই নতুন মাছে আপাতত টোপ ফেলা বন্ধ থাক। আমারে প্রথমে হেদায়েত দিতে চাইল, তার ভারী আর কর্কশ গলায়। কি কইতেছে খেয়াল করে না শুনলে যে কেই মনে করতে পারে যে কাউরে ভয় দিতাছে। কয়, আল্লাহ আদম হাওয়া সৃষ্টি করছে। আরও কি কি যেন....খেয়াল কইরা শুনি নাই।

তারপর কয়, তুই কি চাস? আমি কইলাম, কাকা গো আমি মেট্রিক দুই বার ফেল করছি আমারে পাস করায়ে দেও, আর আমার প্রেম করার খুব শখ, আমারে একটা সুন্দরী মাইয়া যোগাড় কইরা দাও। আমারে কইল, তুই মিথ্যা কথা কস। মিথ্যা কথা কবি না। তুই যা চাস তোরে সব দিমু। লোভ টোভ দিলো।

আরও কিছু আমি কইলাম, কাকা তোমার বাড়ি কই। ক্য়, বগুড়া। আমি কইলাম, কাকা তুমি এত রাইতএ কি কর? আমরা তো না হয় পুংটা পোলাপাইন রাইত জাইগা তোমার মত কাকাগো জালাই, তো তোমার কামডা কি? কয়, মাইনষেরে হেদায়েত করি। আমি আর নিজেরে ধইরা রাখতে পারলাম না, কইলাম, খানকির পোলা। ফাইজলামি চোদাও..... চিন্তা করছি, নাম্বারডা খোলা থাকলে কালকে আবার োদন দিবো।

আপনারা কেউ দিতে চাইলে আওয়াজ দিয়েন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।