আমাদের কথা খুঁজে নিন

   

ঘরছাড়া জীবন...........



এখনো খারাপ লাগে, মন ভেঙে যেতে চায়, সকাল যখন হয়না শুরু, বিস্কুট আর চায়ে! এখনো খারাপ লাগে, ভীষণ কান্না পায়, সকালের ঘুম ভুলিনা আর, প্রাইভেট তাড়নায়! এখনো খারাপ লাগে, সুখ খুঁজে ফিরি কোথায়? মিস্‌ড কল আর মেসেজ পাইনা, সকাল আটটায়! এখনো খারাপ লাগে, ক্ষয়ে যায় এই হৃদয়, একসাথে হাঁটিনা কতদিন, বন্ধুরা সব কোথায়? এখনো খারাপ লাগে, চোখ ভাসে বেদনায়, কতদিন হলো কলেজে যাইনা, সঙ্গী করে আমাশয়! এখনো খারাপ লাগে, বুক ফেঁটে যেতে চায়, পনেরো টাকার বাদাম শুধু, ডাকেনা আর আমায়! এখনো খারাপ লাগে, আশ্রয় চাই কান্নায়, দুপুর দেড়টা, কলেজ থেকে হয়না ফেরা বাসায়! এখনো খারাপ লাগে, করি শুধু 'হায় হায়', নামেমাত্র মুখে তুলে, পড়তে ছুটিনা দুইটায়! এখনো খারাপ লাগে, স্মৃতির পাতা খুলি, ভেসে ওঠে পুরনো ডেরা, সেই স্যারদের গলি! এখনো খারাপ লাগে, যখনই একটু ভাবি, একটা ফ্রি দুপুর মানেই, মিঠুন দাদার ছবি! এখনো খারাপ লাগে, মনে পড়ে যখন, শেষ বিকেলের ব্লক পাড়ে, নিহিত জীবন-মরণ! এখনো খারাপ লাগে, আর এখনো সন্ধ্যা নামে, ক্ষুধার্ত পেট ভরতো জানি, চা-বিস্কুট-ডিমে! পড়াশোনা বাদই দিলাম, রাতের কথা বলি, বাবাকে খুব মনে পড়লেই, ঘুমরাজ্যে ঢলি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।