আমাদের কথা খুঁজে নিন

   

বিচ্ছু বাহিনী নিয়ে শিশুপার্কে একদিন

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

গত মাসে ছোট কাকী এসেছিলেন দুই ছেলেকে নিয়ে বেড়াতে। চাচাত ভাই সহ মামাত বোন আমাদের বাসার পিচ্চিটা সব মিলে যাওয়া হল শিশু পার্কে।

শেষ যে কবে শিশু পার্কে গিয়েছিলাম মনে নেই। ভালই মজা হয়েছিল। ভাইয়ার সাথে বহুত ঘ্যান ঘ্যান করে ছবিগুলো ছোট করিয়েছি। আপনাদের ভাল লাগলেই স্বার্থক যাওয়ার আগে ক্যামেরাটা উনার হাতে না দেওয়ার কারনে কান্না কান্না আবার হাসিতে রুপান্তরিত: ফাহিম কে ত্যাতু তুতু দেই সবাই রেল গাড়ী ঝমাঝম: নুরুন্নাহার, হানিয়া, মাসুম আমি ফাহিম মুন্তাসির; দেখতে বোকা-সোকা লাগলেও আসলে কিন্তু আমরা হলাম তিন বিচ্ছু; ফাহিম, হানিয়া, মাসুম আপু আমাকে নীল পক্ষীরাজে চড়িয়েছে আমি মাসুম কাল্লু ঘোড়াছুটিয়ে রাজকন্যাকে উদ্ধার করতে যাচ্ছি আমি হলুদ পরী, রাজপুত্রের অপেক্ষায় আছি এইবার সবাই হেলিক্পটারে এবার বিনা টিকেটে রাইড মাসুঊঊঊম আমি তোমার পেছনে আসছি এদের মাঝে ফাহিম পিচ্চিটা দেখতে যেমন কিউট কথাগুলোও সেরকম। আধো আধো কথাগুলো শুনতে বেশ ভাল লাগে।

যেমন বলে "আই লা বিউ বিউ বিউ..." তুমি কাকে ভালবাস জিজ্ঞেস করলে বলবে "আমি থবাইরে বালোবাসি" একদিন সকালে "ফাহিম আমাকে একটু রুটি দাও" বলাতে সাথে সাথেই দিয়ে দেয়। আমি সুন্দর করে থ্যাংকিউ বলাতে বলে থ্যাংনে দু বলে আপ্পে রে ত্যাতু তুতু দেবো পিচ্চিটার প্রত্যেকটা কথাই খুব মজার। এখনও খুব মিস করি পিচ্চিটাকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।