আমাদের কথা খুঁজে নিন

   

কে বেশী বুদ্ধিমান ?



র্বতমানে আমাদের সবার মধ্যে "হামবড়া" ভাবটা খূব বেশী । নিজেকে খুব বুদ্ধিমান মনে করি । অন্যের মতামতের বিন্দুমাত্র তোয়াক্কা করি না । আমাদের অবস্হা হল এইসব তথাকথিত বুদ্ধিমানদের মত : একবার তিন বুদ্ধিমান গ্রাম থেকে শহর দেখার জন্য ঢাকা এল । ঢাকা এসে অনেক উচুঁ এক মিনার দেখে তারা হতবাক ' এত উচুঁ মিনার হয় কিভাবে ? এক বুদ্ধিমান বললো আগের যুগের মানুষ কত লম্বা ছিল এইজন্য তারা এত বিশাল উচু মিনার তৈরি করতে পেরেছে ।

এ কথা শুনে দ্বিতীয় বুদ্ধিমান বললো দূর বোকা মানূষ এত লম্বা হতে যাবে কেন ? আসলে এতবড় উচূ মিনার প্রথমে মাটিতে কাত করে বানানো হয়েছে । অত:পর সকলে মিলে তাকে খাড়া করেছে। সবশেষে তৃতীয় বুদ্ধিমান বললো : তোমরা দুইজনই আহমক । আমার কাছে শুনো উচু মিনারের রহস্য । এই মিনারটি তৈরি করার জন্য প্রথমে গভীর একটি কূপ খনন করা হয়েছিল অত:পর এই কূপটিকে উল্টো করে দেয়া হয়েছে ।

যার ফলে এই সুউচ্চ মিনার তৈরি হয়েছে । ব্লগার বন্ধুগন আপনারা বলেন এই তিন জনের মধ্যে কে বেশি বুদ্ধিমান ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.