আমাদের কথা খুঁজে নিন

   

ট্যাবলেট নির্মাতা “আর্কোস” আনছে স্বল্পমূল্যের ৩টি স্মার্টফোন

(প্রিয় টেক) স্বল্পমূল্যের ট্যাব নির্মানের জন্য আর্কোস অনেক দিন থেকেই পরিচিত। বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের স্পেসিফিকেশনের ট্যাব স্বল্পমূল্যে এনে চমক সৃষ্টি করেছে তারা। এবার তারা নামতে যাচ্ছে ক্রমবর্ধমান স্মার্টফোন ব্যাবসায়। আর প্রথমেই ঘোষনা দিয়েছে তিনটী স্মার্টফোন বাজারে আনার। যার একটি এন্ট্রিলেভেল “৩৫ কার্বন” এবং বাকি দুটি মিড রেঞ্জ “৫০ প্লাটিনাম” এবং “৫৩ প্লাটিনাম”| চলুন এক নজরে দেখে নেয়া যাক স্মার্টফোনগুলোর স্পেসিফিকেশন। উল্লেখ্য আর্কোস ৫০ এবং ৫৩ প্লাটিনামের স্পেসিফিকেশনের মধ্যে শুধু স্ক্রিন সাইজ এবং ব্যাটারি ক্ষমতার পার্থক্য আছে। আর সবগুলো স্মার্টফোনের ব্যাবহার করা হয়েছে স্টক এন্ড্রয়েড ওএস।

সোর্স: http://tech.priyo.com     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।