আমাদের কথা খুঁজে নিন

   

গল্পের সিঁড়ি ধরে

ভেঙ্গে পড়ে সাবেকী বিশ্বাস,

গল্পের সিঁড়ি ধরে -আবু মকসুদ মাথার উপর আকাশ টাঙিয়ে গল্প শুনায় দুলন্ত শব্দেরা, গল্পের পথ ধরে গুটিকয় শিউলি লতা চলে যায় সোনাঝুরি গ্রামে। ক্ষয়কাল শেষে ফিরে আসে পাটভাঙা জামদানি শাড়ি, বুনোপাখি উল্লাসে ঝাপটায় গল্পের ডালপালা বৈচিত্রে ভরপুর, উর্ধ্বে আরোহণ কালে মেঘালয় ঘাটতে ঘাটতে রোদও কুড়িয়ে নেয় গল্পের বাড়িগুলো জলধোয়া শব্দোৎসবে মাতোয়ারা আকাশের আয়নায় নিজস্বমুখ দেখে উদ্বেলিত গল্পেরা সাফল্যের সূর্যছুঁয়ে বৃষ্টির নির্যাস ছড়ায় গল্পের মুগ্ধতায় বেরিয়ে পড়ি ব্রহ্মাণ্ড সফরে হাতের নাগালে পৃথিবী, মন্ত্রের নিয়মে জন্মদাগ পাঠ করে জানি কিছুই হারায়নি। আমারই বুকের খাঁজে খুঁটি গেড়ে বসেছিলো দারুণ এক স্বর্ণণচাঁপা তার হাতেই বাঁধা আছে আমার ভূতভবিষ্যৎ। আমার আত্নসমর্পণে লজ্জা নাই, হরিণবনে নাড়িপোতা এই আমি গল্পের সিঁড়ি ধরে নিশ্চয় পৌঁছে যাবো জন্মান্তরের বিপণীবিতানে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।