আমাদের কথা খুঁজে নিন

   

এই ... ভাইয়েরা এতদিন চক্ষে গামছা বাইন্ধা আছিল ...

ডিজি টাল (ডিরেক্টর জেনারেল অব টাল)

কক্সবাজারে ৯৬ একর এলাকার পাহাড় কেটে ফেলা হয়েছে। বাড়ি বানিয়ে ব্যবসার জন্য। পরিবেশ অধিদপ্তরের ... ভাইয়েরা নাকি আইজকা সেইটা উদঘাটন করতে পারছে। আর মাত্র ২ কোটি ৮৮ লাখ টাকা জরিমানা করে তারা বাহবা ফলাচ্ছে। ক. এতদিন এই মা... পুতেরা কি নাকে ত্যাল দিয়া ... তলে ঘুমাইতেছিল? খ. ওই খানে উপজেলা আর জেলার সরকারি কর্মকর্তা হরিদাসপালেরা কী করতে ছিল? তারা তো বিষয়টা জানত। তারা এতদিন চুপ ছিল কেন? এই চুপ থাকার জন্য তাদের জরিমানা করা হলো না কেন? গ. জরিমানার টাকা দিয়ে কি ওই পাহাড় উদ্ধার করা যাবে? সবচেয়ে বিস্ময়কর ব্যাপার ৯৬ একর পাহাড় কাটা শেষ হয়ে গেল তারপর পরিবেশ অধিদপ্তর টের পেল। এটা কি বিশ্বাস যোগ্য? মানে হলো মেরে যাওয়ার অনেকক্ষন পর আঠা আঠা লাগতেছিল, তারপরই তারা টের পেয়েছে ... বিচিত্র দেশ!!! কক্সবাজারে পাহাড় কাটার বড় ঘটনা উদঘাটন ॥ ২ কোটি ৮৮ লাখ টাকা জরিমানা কারো এলাকায় যদি এমন পরিবেশ বিপর্যয়ের ঘটনা কেউ ঘটাতে থাকে, তাহলে আসুন তা প্রতিরোধ করার চেষ্টা করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।