আমাদের কথা খুঁজে নিন

   

মা, তুমি ভালো

আমি সেই আলো খুঁজে বেড়াই যেই আলোতে আমার দু চোখ প্রশান্তি পাবে। মৌনতার অবসান ঘটবে। মা, তুমি ভালো -ফেরদৌস আজাদ সাদি দিন শুরু হয় তোমার ডাকে পছন্দের খাবার টেবিলে সাজানো থাকে খেয়ে দেয়ে বের হই সকালে না খেয়ে দুশ্চিন্তা করো আমাকে নিয়ে তুমি যেন স্বস্তি পাও রাতে বাড়ি ফিরে আসলে এক গ্লাস পানি হাতে দাড়িয়ে থাকো আমার দরজার সামনে এসে আমি ব্যাস্ত থাকি মিথ্যে জগত নিয়ে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পরো তুমি খাবার টেবিলে যা চাই সবই তো দাও, এর বদলে তুমি শুধু আমার ভালই চাও, কখনো আমার ব্যাবহারে তুমি কষ্ট পাও, কখনো মানুষের দেয়া চোখের জল তোমার আঁচল দিয়ে মুছে দাও বিরহের মাঝে থেকেও স্নেহের ডোরে বেঁধে রাখো নিজের সব ইচ্ছে ভুলে গিয়ে শুধু আমাকে নিয়েই স্বপ্ন দেখো মা,তুমি কেন এত ভালো? মা,তুমি পৃথিবীর শ্রেষ্ঠ, ভুলগুলোকে ক্ষমা করে দিও; এত কষ্ট দেয়া সত্ত্বেও আদরে আগলে রেখেছ আমাকে স্বার্থপর আমি কখনো বুঝিনি তোমাকে সুখের সময় গুলোতে ভাবিনি তোমার কথা কিন্তু কষ্টের সময়ে তুমি ভুলনি আমাকে সঙ্গ দেয়া এত মমতা,এত ভালবাসা-না দিলেও পারতে কিন্তু সত্য একটাই-তোমার আদর ছাড়া আমি পারিনা থাকতে মা,তোমায় অনেক বেশী ভালবাসি, এই নিষ্ঠুর পৃথিবীতে তোমার কারনেই তো বেঁচে আছি।। ---------------- বিশ্ব মা দিবসে পৃথিবীর সকল মা দের প্রতি শ্রদ্ধা জানাই।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।