আমাদের কথা খুঁজে নিন

   

আর তো পারিনা রে ভাই.।.।.।।

যাযাবর

এক এবং আধা বছর পর এই ব্লগ এ কিসু লেখার সাধ হইল। বিসয় টা আমরা মানে বাঙ্গালিদের নিয়া। আমরা কথা বলি বেশি,কাজ করি কম,সমালোচনা করিতে উস্তাদ,নিজ দেশের কুতসা এবং পর দেশের চর্চায় মহা হুজুগিত। সাম্প্রতিক বিশ্বকাপের উদ্বধোনী অনুস্ঠানে ভারতীয় নাচনেয়ালি এবং (সেন্সর) আফার গানের ইন্তেজামের খবর পরিয়া আমি কি করব কি করব ভাইবা শুধু ঘুমের বারটা বাজাইলাম,কিন্তু কিছুই করতা পারতাছিনা । হারামিগুলানরে দেশ থেকে বের করে দেয়া উচিত।

চাকুরি সুবাদে দেশের বাইরে থাকি,তাই বুঝি দেশের তৃস্না,এমন একটা দেশে থাকি যার আয়তন আমার দেশের ১৯ গুন,কিন্তু শান্তি বলে কিসু নাই,যখন এই দেশের মানুষকে আমার দেশের কথা বলি হা করে শোনে,অবাক হয়ে বলে এত সুন্দর দেশ হয়!!আর আমার দেশের গুনবান গো বরধন হর্তা কর্তারা নিজের দেশের মানুষকে দাবানি আর পর সংস্কৃতিকে পূজা করে বহির্বিশ্বে বুঝায় আমরা বেহায়া,আমদের নিজের বলে কিছু নাই। গত এক বছরে বিভিন্ন দেশের এয়ারপোরট ঘুরে দেখলাম ক্লিনার সব বাঙ্গালি,আর বেবসা করে বেরাছছে সব ইন্ডিয়ান,চাইনিজ ব্লা ব্লা ব্লা। কেন? বেবসা করার মাথা কি আমার দেশের পোলাপানের নাই?আছে,কিন্তু আরেকজনের উপরে উঠা সহ্য করার মানসিকতা নাই। কেন বললাম? একটা ঘটনা বলি,সুদানে আমি যেখানে থাকি,এখানে এক ছেলে ৪ বছর থাকে,সে এক বাসায় রান্না করে,তাকে বাঙ্গালি কিছু অফিসার একটা পার্ট টাইম চাকরি দিলো,বেচারা খুবি খুশি,দেশে কিছু বারতি টাকা পাঠাতে পারবে। কিন্তু না,হেহ হেহ,তার সাথে এখানে আসা আরেক ছেলে অই ছেলের মালিক কে খবর দিল।

আর জায় কই,অই ছেলের পাসপোর্ট আটক করা হল,পরেরটা আর বললামনা। ধুর,কি লিখতাসি নিজেরি মেজাজ খারাপ হইতেসে,দেন ভাই,কিছু মাইনাস দিয়া দেন। দেশের সব মাইনাস আমারে দিয়া দেশটারে প্লাসে প্লাসে ভইরা দেন। ভাইরে,র ভাল্লাগেনা। কিসু সুন্দর খবর দেন,দেশের খবর,আনন্দের খবর,দেশ প্রেমের খবর।

একসাথে হইয়া পরদেশের দালালগুলারে কিছু গনো দেন। অইগুলারে বুঝাইয়া দেন "বাঙ্গালি" সাহসিকতার নাম,"বাঙ্গালি" গালি দিউনের শব্দ না। বাঙ্গালি বাঘ,বাঙ্গালি বিলাই না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।