আমাদের কথা খুঁজে নিন

   

দাড়ি-কমাসহ দাড়িনামা!

সৃস্টির সেরা মানুষ তার অতি ক্ষুদ্র জ্ঞানের সীমাবদ্ধতায় এ সুবিশাল মহাবিশ্বের অসীম অজানার কণাতম রহস্যও ভেদ করতে না পারার চরম ব্যর্থতায় স্রস্টাকেই অস্বীকার করার স্পর্ধা দেখায়!!!

ভার্সিটিতে একদা বলেছিলাম, যদি বউ সাজো গো ..... (ডাহা মিথ্যে কথা- এক... এটা বহুল জনপ্রিয় এক বাংলা সিনেমার গানের ততোধিক জনপ্রিয় লাইনমাত্র) অতঃপর কবুল বলবার পর বললাম, যদি হিজাব পড়গো ...... (ডাহা মিথ্যে কথা-দুই ....) অতঃপর হিজাব পড়বার পর বললাম ...... নেক্সট ইজ হোয়াট??????? না এইবার আর আমাকে কিছু বলতে হলোনা, বরং বিবিজানই আমাকে বললেন, যদি দাড়ি রাখোগো .....(ডাহা মিথ্যে কথা- তিন .....) এবার বলি দাড়ি রাখার দুটি কুদরতি ফজিলাত, Both Farting & Flirting, দাড়ি রাখলে দুইটাই ন্যাচারালি নাইনটি পারসেন্ট কমে যায় (আংশিক সত্য) ফলাফল, এক ওযুতে একাধিক নামায পড়া যায়! (প্রায় সত্য) শেষ করবো, পবিত্র শবে বরাতে বায়তুল মোকাররমের হুজুরের এক বয়ান দিয়ে (ঘটনা পুরো সত্য...... বয়ানের বিষয়বস্তু হয়তোবা সত্য).... বৃদ্ধ ও তরুণ বয়সের ইবাদাতের তুলনা করতে গিয়ে তিনি বলেছিলেন, বৃদ্ধ ৭০ বার আল্লাহকে ডাকলে তিনি নাকি একবার সাড়া দেন আর তরুণ বয়সে একবার আল্লাহকে ডাকলে তিনি নাকি ৭০ বার সাড়া দেন। শুধুমাত্র শক্তি সামর্থ্যহীন অবস্থাতেই বেশী বেশী ইবাদাত করা নাকি অনেকটা নখ-দন্তহীন বাঘের আর্তনাদের মতো! পুনশ্চঃ গত মাসে প্রথমবারের মত দাড়িসহ চিটাগাং যাবার পর আমার মা জননী কোনরকম পূর্বাভাস ছাড়াই টিভি দেখতে দেখতে হঠাৎ করেই আপু, আড়াই বছরের ভাগ্নি সুহায়লা ও আমার সামনে কেঁদে দিয়েছিল কারণ এক, তার ধারণা আসাদুজ্জামান নূর ছাড়া দুনিয়ার আর কাউকে দাড়িতে সুন্দর লাগেনা, লাগতে পারেনা! দুই, তার আশঙ্কা হয়েছিল তার অতি আদরের একমাত্র ছেলে দুদিন পরই সুদের চাকরী ছেড়ে দিয়ে তিন চিল্লা দিয়ে ফেলবে......... মা জননীকে কেমনে বুঝাই, ছোটবেলা থেকে একমাত্র যে পিতৃআদেশটি এখনো পর্যন্ত মেনে চলার সর্বাত্মক চেষ্টা করে এসেছি তা হলো, 'দুই লীগ- তাবলীগ ও আওয়ামীলীগ থেকে সবসময় নিরাপদ দূরত্বে থাকবা!' সবাই বলুন, আমীন !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।